আওয়ার ইসলাম: স্পেন থেকে আলাদা হয়ে স্বাধীনতার ঘোষণা দিতে যাচ্ছে কাতালুনিয়া।
আগামী সোমবার প্রদেশটির কর্তৃপক্ষ এই ঘোষণা দিচ্ছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। খবর রয়টার্সের।
সোমবার পার্লামেন্টে স্বাধীনতা প্রশ্নে বিতর্ক হবে। একইসঙ্গে এ সংক্রান্ত বিলে পার্লামেন্ট সদস্যদের ভোট দিতে আহবান জানানো হয়েছে। গত পহেলা অক্টোবরের গণভোটে ভোটাররা স্বাধীনতার পক্ষে রায় দেন।
স্বাধীনতাপন্থী দল পপুলার ইউনিটি ক্যান্ডিড্যাসি পার্টির এমপি মিরেইয়া বয়া টুইট বার্তায় জানান, সোমবার পার্লামেন্টে স্বাধীনতার বিষয়টি ঘোষণা করা হবে।