সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


দৃশ্যমান হলো স্বপ্নের পদ্মা সেতু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পদ্মা বহুমুখী সেতুর সুপার স্ট্রাকচার বা প্রথম স্প্যান আজ বসা‌নো হয়েছে। এর ফলে  দৃশ্যমান হয়েছে দক্ষিণাঞ্চ‌লের ২১ জেলার মানু‌ষের স্বপ্নের পদ্মা সেতু‌

শরীয়তপু‌রের জা‌জিরা প‌য়ে‌ন্টে আজ শনিবার সকাল ৯টার দিকে প্রথম এ স্প্যান বসানো হয়। এ পর্যন্ত মূল সেতুর ৫৪.৪৪ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানা জানা গোছ।

পদ্মা সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলেন, পদ্মা সেতু প্রকল্প সারা বিশ্বের কাছে একটি মাইলফলক। আজ শনিবার পিয়ারের উপর স্থাপন করা হলো স্প্যান।

তিনি আরো বলেন, মাওয়া প্রান্ত থেকে সুপার স্ট্রাকচারটি ভাসমান ক্রেনে করে জাজিরা প্রান্তে আনা হয়েছে। এখন সুপার স্ট্রাকচার বসানোর আগে বেয়ারিং কাজ চলছে। বেয়ারিং সেতুর ভূকম্পন রোধ করে এবং ভারসাম্য রক্ষায় কাজ করে থাকে। পিয়ার দুটির কংক্রিটের শক্তি ৫০ মেগা প্যাসকেল অর্জন করলেই তার উপর স্প্যান বসানো হবে। এ ছাড়া বর্তমানে এখন পিয়ারের সাটারিং খোলার কাজ শেষ। অন্যান্য ফিনিশিং চলছে।

পদ্মা সেতুর সুপার স্ট্রাকচারবাহী 'তিয়ান ই হাউ' ভাসমান ক্রেন জাহাজ ইতিপূর্বে জাজিরা প্রান্তে পৌঁছে। স্প্যানটি এখন ৩৭ ও ৩৮ নম্বর পিয়ারের পাশে রাখা ছিল।

মুন্সীগঞ্জের লৌহজংয়ের কুমারভোগ ওয়ার্কশপ থেকে চার কিলোমিটার পথ পাড়ি দিয়ে গত রবিবার সন্ধ্যায় জাহাজটি প্রায় ৩ হাজার ২ শ টন ওজনের ৭বি নম্বর স্প্যানটি (সুপার স্ট্রাকচার) নিয়ে সেতুর ২৩ নম্বর পিলারের (খুঁটি) কাছাকাছি নোঙর করেছিল। পরে সোমবার সকালে রওনা হয়ে আরো প্রায় দুই কিলোমিটার দূরের ৩৭ ও ৩৮ নম্বর পিয়ারের কাছে পৌঁছে যায় দুপুরে।

আজ বেলা ১১টার স্প্যানটি পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ৩৭ ও ৩৮ নম্বর পিয়ারে স্থাপন করা হয়েছে। প্রথমে এটি অস্থায়ী বেয়ারিংয়ে বসানো হয়েছে। পরে স্থায়ী বেয়ারিংয়ে স্থাপন করা হবে।

পদ্মাসেতুর নির্মাণকাজ দেখলেন আরবের দুই মেহমান


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ