আবরার আবদুল্লাহ : আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে সদস্য পদ প্রদান করেছে। আন্তর্জাতিক স্বীকৃতির ক্ষেত্রে ফিলিস্তিনের বড় সাফল্য এটি। সংস্থাটি তাদের ওয়েবসাইট ও টুইট একাউন্ডে ফিলিস্তিন রাষ্ট্র ও সোলেমান দ্বীপপুঞ্জকে সদস্য পদ প্রদানের ঘোষণা দিয়েছে।
ইন্টারপোলের ১৯২টি দেশের প্রদত্ত ভোটের ভিত্তিতে এ সিন্ধান্ত নেয়া হয়েছে। তবে ইন্টারপোল এখনো জানাই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে সদস্য পদ প্রদানের পক্ষে কতোটি ভোট পড়েছে। এর আগে ইসরাইলের প্রচণ্ড বিরোধিতার মুখে ইউনেস্কো ফিলিস্তিনকে সদস্য পদ প্রদান করে।
ইসরাইলের লবিস্ট্র গ্রুপগুলো ফিলিস্তিন যেনো কোনো আন্তর্জাতিক সংস্থার সদস্য হতে না পারে সে চেষ্টায় করে যাচ্ছে। এমনকি ইউনেস্কো সদস্য পদ প্রদানের পর তাতে অর্থপ্রদান বন্ধ করে দিয়েছে।
ফিলিস্তিন ২০১২ সালে জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা লাভ করে।
এ পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ আদালতসহ পঞ্চাশটির অধিক আন্তর্জাতিক সংস্থা ও চুক্তিভূক্ত হয়েছে।
সূত্র : আরব নিউজ