আওয়ার ইসলাম: মিয়ানমারে রোহিঙ্গাদের উপর চালানো হত্যাযজ্ঞ নিয়ে যেখানে বিশ্ব তোলপাড়া এই সময়ে শ্রীলঙ্গায় জাতিসংঘের একটি সেফ হাউসে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ওপর হামলা চালিয়েছে চরমপন্থী বৌদ্ধরা।
দেশটির রাজধানী কলম্বোতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনার পর ওই সেফ হাউজে থাকা ৩১ রোহিঙ্গা শরণার্থীকে অন্যত্র সরিয়ে নিতে বাধ্য হয়েছেন কর্মকর্তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি জানায়, রোহিঙ্গাদের আশ্রয় নেওয়া বহুতল ওই ভবনে মঙ্গলবার হামলা চালায় গেরুয়া পোষাকধারী একদল উগ্র বৌদ্ধ। এসময় তারা ভবনটির গেট ভেঙে ভিতরে প্রবেশ করে। তাদের মারমুখী অবস্থান দেখে আতঙ্কিত হয়ে ভবনের ওপরের দিকের একটি কক্ষে গাদাগাদি করে আশ্রয় নেয় রোহিঙ্গারা।
এসময় উগ্র বৌদ্ধরা স্লোগান দেয়, ‘এই রোহিঙ্গা সন্ত্রাসীরা মিয়ানমারে আমাদের বৌদ্ধদের হত্যা করেছে।’ নিজের ফেসবুক থেকে সরাসরি এ ঘটনার ভিডিও সম্প্রচার করেছে ওই ভবনে অবস্থানরত রোহিঙ্গাদের ওপর আক্রমণকারী এ সন্ত্রাসী বৌদ্ধরা।
পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকারা জানিয়েছেন, সন্দেহভাজন দুই ভারতীয় মানবপাচারকারীর মাধ্যমে গত এপ্রিলে সাগর পাড়ি দিয়ে শ্রীলঙ্কায় আসে এসব রোহিঙ্গা। পরে তাদের পুলিশের একটি ডিটেনশন সেন্টারে রাখা হয়।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ পরে রোহিঙ্গাদের জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআইরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছে।