বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


রোহিঙ্গা গণহত্যা বন্ধের দাবিতে বাংলাদেশ উলামা পরিষদের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারে গণহত্যার চেয়ে ভয়ঙ্কর জাতিগত নিধন বন্ধ এবং বাংলাদেশে আগত রোহিঙ্গা মুসলিমদের নাগরিকত্ব দিয়ে আরাকানে তাদের ভিটেমাটিতে স্থায়ীভাবে নিরাপত্তার সাথে বসবাসের নিশ্চয়তা দিয়ে ফিরিয়ে নেবার দাবিতে বাংলাদেশ উলামা পরিষদ রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের করেছে।

বাংলাদেশ উলামা পরিষদের চেয়ারম্যান মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া’র সভাপতিত্বে গতকাল বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা বন্ধ এবং অবিলম্বে তাদের ফিরিয়ে নেয়ার জোর দাবি জানান।

সভাপতি’র বক্তব্যে মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া বলেন, নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের সম্মানের সাথে ফিরিয়ে নিতে হবে। অন্যথায় প্রয়োজেন মায়ানমার অভিমূখে লংমার্চ করা হবে।

তিনি গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেষ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।আন্তর্জাতিক পর্যায়ে জোরালো ভূমিকা রাখার জন্য তাকে অভিনন্দন জানান এবং মিয়ানমার সরকারের উপর আরো আন্তর্জাতিক চাপ প্রয়োগের আহবান জানান।

মানবন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুফতী মুহাম্মাদ রাশিদুল হক, মাওলানা মাহমুদ হাসান সিরাজী, মুফতী আব্দুল্লাহ আল মামুন, মাওলানা মুখলিছুর রহমান কাছেমী, মুফতী তাসনীম, মুফতী মিজানুর রহমান, মাওলানা সাজিদুর রহমান, মুফতী আব্দুল্লাহ ইদ্রিস, মুফতী শহিদুল ইসলাম, মাওলানা ইসমাঈল সিরাজী প্রমুখ।

রোহিঙ্গা শিবিরের হিরো ৪: মুফতি শামছুদ্দোহা আশরাফী


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ