আবিদ আনজুম: ‘নারীরা বোকা এবং গাড়ি চালানোর জন্য যথেষ্ট বুদ্ধি তাদের নেই’ এমন মন্তব্য করে নিষিদ্ধ হলেন সৌদি আরবের সিনিয়র ইমাম ও আলেম শেখ সাদ আল হিজরি। তাকে আপাতত ধর্মীয় কর্মকাণ্ডে নেতৃত্ব দেয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।
প্রিন্স ফয়সাল বিন খালিদ বিন আবদুল আজিজ তাকে ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনা থেকে বিরত থাকার নির্দেশ দেন।
শেখ সাদ আল হিজরি এক বক্তৃতায় বলেছেন, নারীদের মাথায় এমনিতেই অর্ধেক বুদ্ধি, আর কেনাকাটার পর তাদের মাত্র ২৫ শতাংশ বুদ্ধি বজায় থাকে।
এ মন্তব্য সোশ্যাল মিডিয়ায় এলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সবাই সমালোচনায় ফেটে পড়েন। এরপরই শেখ সাদের ব্যাপারে এ সিদ্ধান্ত নেয়া হয়।
সৌদি আরবের দক্ষিণ পশ্চিমে অবস্থিত আসির অঞ্চলে ধর্মীয় কর্তৃপক্ষের প্রধান শেখ সাদ আল হিজরি।
সূত্র: আরব নিউজ