বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

ইউরোপের ৪০ ভাগ মুসলমান বৈষম্যের শিকার: ইইউ জরিপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ : ইউরোপের মুসলমানদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ বাড়ছে এবং প্রতি পাঁচ জনের মধ্যে দুই জন অর্থাৎ ৪০ শতাংশ মুসলমান বৈষম্যের শিকার হচ্ছেন। চাকরি, বাড়ি ভাড়া , স্বাস্থসেবা গ্রহণ, শিক্ষার মতো মৌলিক ও সরকারি সেবা নেয়ার ক্ষেত্রেও ইউরোপের মুসলমানরা বৈষম্যের শিকার হচ্ছেন।

বার্তা সংস্থা দ্যা গার্ডিয়ান ইউর  ্একটি মৌলিক অধিকার সংস্থার বরাত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়,  সংস্থাটি একটি মতামত জরিপে চালায় এবং জরিপে এসব তথ্য উঠে আসে। জরিপে অংশগ্রহণকারী ৩০ শতাংশ জানিয়েছেন গত ১২ মাসে তারা অপমানসূচক আচরণ বা গালাগালির মুখে পড়েছে। আর ২ শতাংশ তাদের গায়ে হাত তোলা হয়েছে বলে স্বীকার করেছেন।

২০১৫ সালের শেষ থেকে ২০১৬ সালের গোড়ার দিক পর্যন্ত এটি চালানো হয়। ফ্রান্স, নেদারল্যান্ড, স্পেন, সুইডেন এবং ব্রিটেনসহ ১৫ ইউরোপীয় দেশের সাড়ে ১০ হাজার মুসলমানের ওপর এ জরিপ চালানো হয়। ২০০৮ সালে চালানো মতামত জরিপে ইউরোপীয় দেশগুলোতে মতামত জরিপের যে চিত্র পাওয়া গিয়েছিল এ জরিপে তার চেয়ে সাত শতাংশ বেড়েছে বলে ধরা পড়েছে।

হিজাব ও ইসলামী শালীন পোশাক পরা মুসলমান নারীদের ৪০ শতাংশ বলেছেন, চাকরির আবেদন করার সময়ে তারা বৈষম্যের শিকার হয়েছে। আর ৩০ শতাংশ নারী বলেছেন, তারা অপদস্থ হয়েছে। কটু মন্তব্য বা বাজে ভঙ্গি করে তাদের অপদস্থ করা হয়েছে বলে জানিয়েছেন তারা।

আরএম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ