আবরার আবদুল্লাহ : তিউনিশিয়ার মুসলিম নারীদের অমুসলিম পুরুষদের বিয়ে করতে আর কোনো বাধা থাকলো না। গত বৃহস্পতিবার তিউনিশিয়ার সরকার অমুসলিম পুরুষ বিয়ে করার ব্যাপারে সরকারি বিধি নিষেধ তুলে দেয়। ১৯৭৩ সালে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
গত মাসে তিউনিশিয়ার প্রেসিডেন্ট বেজি সাঈদ এ নিষেধাজ্ঞা তুলে দেয়ার ঘোষণা দেন। তিনি বলেন, এ আইন ২০১৪ সালে গৃহীত তিউনিশিয়ার নতুন সংবিধানের পরিপন্থী।
নতুন আইন প্রণীত হওয়ার পূর্ব পর্যন্ত তিউনিশিয়ান মুসলিম নারী কোনো অমুসলিমকে বিয়ে করতে হলে পুরুষ সঙ্গীকে ইসলাম গ্রহণ করতে হতো এবং ইসলামগ্রহণের স্বপক্ষে সনদ পেশ করতে হতো।
তিউনিশিয়ার প্রগতিশীল সংগঠনগুলো সরকারের এ সিদ্ধান্তকে অভিনন্দন জানালেও ইসলামি সংগঠনসমূহ সরকারের এ সিদ্ধান্তে নিন্দাজ্ঞাপন করেছে।
সূত্র : ইউপিআই