সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ সভা, রোহিঙ্গা ইস্যুতে তুমুল বিতর্কের সম্ভাবনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আজ শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশন। এবারের অধিবেশনের শ্লোগান নির্ধারণ করা হয়েছে ‘স্থিতিশীল পৃথিবীতে মানুষের জন্য শান্তি আর মর্যাদাপূর্ণ জীবনের সংগ্রাম’।

নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) নিউ ইয়র্ক সময় বিকাল সাড়ে ৩টায় (বাংলাদেশ সময় রাত দেড়টা) অধিবেশনের উদ্বোধন হবে। চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। সাধারণ বিতর্ক শুরু হবে ১৯ সেপ্টেম্বর।

এবারের অধিবেশনে সভাপতিত্ব করবেন স্লোভেনিয়ার কূটনীতিক মিরোস্লাভ লাজক্যাক। সোমবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের সভাপতি হিসেবে তার শপথের মধ্য দিয়ে ৭১তম সাধারণ অধিবেশনের সমাপ্তি ঘটলো। মিরোস্লাভ ৭১তম অধিবেশনের সভাপতি পিটার থমসনের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেছেন।

 

এবারের অধিবেশনে রোহিঙ্গা ইস্যু নিয়ে তুমুল বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ ওআইসিভূক্ত মুসলিম দেশগুলো রোহিঙ্গা ইস্যুতে আলোচনা করবেন।

মুসলিম দেশগুলোর বাইরে যুক্তরাজ্যসহ ইউরোপের মানবতাবাদী দেশগুলোও তাদের উদ্বেগের কথা তুলে ধরার কথা রয়েছে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ