নির্যাতিত রোহিঙ্গাদের দেখতে আজ কক্সবাজারের উখিয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এ সময় কিছু রোহিঙ্গার খোঁজ খবর নেয়ার পাশাপাশি তাদের মাঝে ত্রাণ বিতরণও করবেন।
সোমবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম বলেন, প্রধানমন্ত্রী সেখানে বিভিন্ন শিবিরে অবস্থানরত শরণার্থীদের অবস্থা প্রত্যক্ষ করে ত্রাণসামগ্রী বিতরণ এবং কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
জানা যায়, তিনি দুর্দশাগ্রস্ত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন। এ উপলক্ষে কক্সবাজার ও কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত সড়কের দু’পাশে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা বলবত করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এছাড়া সেনা ও বিজিবি সদস্যদের টহলও থাকবে।