আবরার আবদুল্লাহ : রোহিঙ্গা ইস্যুতে ওআইসির বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠক তুর্কি প্রেসিডেন্ট রজব তায়্যিব এরদোগানের বিশেষ সাফল্য হিসেবেই ঘোষণা করা হচ্ছে।
কাজাখাস্তানের রাজধানী আস্তানায় অনুষ্ঠিত ওআইসি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক শীর্ষ সম্মেলনের ফাঁকে এক বিশেষ বৈঠকের উদ্যোগ নেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান এবং শেষ পর্যন্ত তা সফলভাবে অনুষ্ঠিতও হয়।
বৈঠকে মুসলিম নেতারা মিয়ানমারে মুসলিম গণহত্যার তীব্র সমালোচনা করে একটি প্রস্তাব পাশ করেন। তারা অবিলম্বে মিয়ানমারে গণহত্যা বন্ধের আহবান জানান।
তারা মিয়ানমার সরকারকে জাতিসংঘের আনান কমিশনের সুপারিশ গ্রহণ এবং তা বাস্তবায়নের দাবি জানান।
বৈঠকে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, ‘মুসলিম উম্মাহর ঐক্য এখন সময়ের দাবি। রোহিঙ্গা মুসলিমদের স্বার্থ রক্ষার জন্য একযোগে কাজ করতে হবে।’
বিশেষ বৈঠকের সভাপতি মামনুন হোসাইন বলেন, ‘আগামী প্রজন্মের উন্নতি ও ভবিষ্যত রক্ষার জন্য মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হতে হবে। বিজ্ঞান-প্রযুক্তিতে মুসলিম উম্মাহর সোনালি যুগ ফিরিয়ে আনতে মুসলিম জাতিকে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে হবে।’
সূত্র : ডেইলি পাকিস্তান