আওয়ার ইসলাম : মিয়ানমার সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণাকারী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ) সাময়িক অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে। আজ রোববার থেকে তাদের এ এক তরফা যুদ্ধ বিরতি শুরু হবে।
আন্তর্জাতিক গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ যুদ্ধ বিরতির ঘোষণা দিয়েছে।
বিবৃতিতে তারা রাখাইনে সৃষ্ট মানবিক সংকট থেকে উত্তরণে ত্রাণ সহায়তাকারী সংস্থাগুলোকে কাজ করতে সুযোগ দেয়াকে কারণ হিসেবে উল্লেখ করেছেন।
গত ২৫ আগস্ট একযোগে রাখাইনের ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনা ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে। ওই হামলার জন্য রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠী এআরএসএ-কে দায়ী করে রাখাইন রাজ্যের রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী।
জঙ্গি নই, অধিকার আদায়ে আন্দোলন করছি: রোহিঙ্গা সংগঠনের প্রধান
অস্ত্রবিরতির ঘোষণা দিয়ে এআরএসএর দেওয়া বিবৃতিতে মিয়ানমার সেনাবাহিনীর প্রতি অস্ত্র রেখে সব ক্ষতিগ্রস্তের কাছে ত্রাণ যাওয়ার সুযোগ করে দেওয়ার আহবান জানানো হয়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, তল্লাশি চৌকিতে এআরএসএর হামলার পর রাখাইনে সেনাবাহিনী অভিযান শুরু করলেও তাদের বিরুদ্ধে বিদ্রোহী এই গোষ্ঠীর অবস্থান তেমন শক্ত নয়।
বিদ্রোহী এআরএসএ'র অস্ত্রবিরতির ব্যাপারে মিয়ানমারের সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো কোন বক্তব্য পাওয়া যায়নি।