মুহাম্মাদ শোয়াইব : রোহিঙ্গাদের জন্য তুরস্কের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন বর্তমান মুসলিম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ, কাতার বিশ্ববিদ্যালয়ের শরীয়াহ ও ইসলামিক ষ্টাডিজ অনুষদের প্রাক্তন ডিন শায়খ ড. ইউসূফ আল কারযাভী।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘রোহিঙ্গাদের জন্য তুর্কি প্রেসিডেন্ট যে সক্রিয় কূটনৈতিক ভূমিকা পালন করছেন তা খুবই প্রশংসনীয় উদ্যোগ। আমারা তাকে মোবারকবাদ জানাই। তুর্কি সাহায্য সংস্থার ভুমিকাও প্রশংসার দাবিদার।
গতকাল বৃহস্পতিবার রোহিঙ্গা মুসলিমদের জন্য কাজ করার আহবান জানিয়ে বিবৃতি দেন ‘আল ইত্তিহাদুল আলামী লি উলায়িল মুসলিমী’ এর চেয়ারম্যান ড. কারজাভী।
তিনি বলেন, ‘ইসলামি সরকারগুলোর যে রাজনৈতিক ও অর্থনৈতিক সক্ষমতা রয়েছে, তাতে তারা ইচ্ছা করলেই এই সন্ত্রাসী সরকারের ওপর চাপ প্রয়োগ করতে পারে। প্রয়োজন বোধে আন্তর্জাতিক সম্পর্ককেও কাজে লাগাতে পারে।’
তিনি বলেন, ‘ইসলাম আমাদেরকে মাজলুমের সাহায্যে এগিয়ে এসে জুলুম প্রতিহত করার শিক্ষা দেয়। যদিও তাতে যুদ্ধ পরিস্থিতি তৈরী হয়।’
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী ও তুর্কি ফার্স্ট লেডি বাংলাদেশে রোহিঙ্গাদেরকে দেখতে আসারও প্রশংসা করেন তিনি। পাশাপাশি আরব রাষ্ট্রগুলো যারা এব্যাপারে একদম চুপ তাদের ভূমিকার কঠোর সমালোচনা ও নিন্দা করেন।
কারজাভী বলেন, ‘আমরা ‘আল ইত্তিহাদুল আলামী লি উলায়িল মুসলিমী’ এর পক্ষ থেকে মিয়ানমারের সমস্ত পৈশাচিক কাজের তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে যারা অপরাধ করছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানাই। ইসলামি সরকারগুলোকে রোহিঙ্গাদের জন্য কাজ করার আহবান জানাই।’
সূত্র : আনাদুল