রাজধানীর মিরপুরে ঘিরে রাখা ‘জঙ্গি আস্তানায়’ গতকাল মঙ্গলবার বিস্ফোরণের ঘটনার পর আজ বুধবার সকাল থেকে সেখানে তল্লাশি চালানো হয়েছে। র্যাব জানিয়েছে, এ পর্যন্ত তিনজনের দগ্ধ লাশ পাওয়া গেছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বুধবার সাংবাদিকদের বলেন, আমরা ছয়তলা ভবনটির নিচ থেকে তল্লাশি চালিয়ে পঞ্চম তলায় পৌঁছেছি। জঙ্গি আবদুল্লাহ যে বাসায় ছিল তার একটি কক্ষ আমরা খুলেছি। সেখানে তিনটি পোড়া লাশ দেখা গেছে। লাশ দেখে নারী না পুরুষ তা বোঝা যাচ্ছে না।
প্রসঙ্গত, র্যাবের পক্ষ থেকে বলা হয়েছিল আবদুল্লাহ নামে সন্দেহভাজন এক জঙ্গির সঙ্গে পরিবারের অন্য সদস্যসহ মোট সাতজন ছিলেন। ভবনটির পঞ্চম তলায় এই ঘটনা ঘটে।
আজ বুধবার দুপুর পৌনে ১২টার দিকে গুলির শব্দ পাওয়া যায়। সকালে ওই ভবনে তল্লাশি শুরু করে বোমা নিষ্ক্রিয়কারী দল, র্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে ওই বাড়িতে তিনটি বড় ধরনের বিস্ফোরণ হয়। বাড়ি থেকে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যায়। বিস্ফোরণের পরে র্যাব জানায়, বাড়ির ভেতরে থাকা জঙ্গিরা নিজেরা বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতী হয়েছেন।