সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


ব্র্যাডফোর্ডে মুসলমানদের হত্যার হুমকি দিয়ে চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ শোয়াইব : মুহাম্মাদ কয়েদ ব্র্যাডফোর্ডের একজন মুসলিম বাসিন্দা। গত এক সপ্তাহ আগে তার নামে একটি চিঠি আসে। ব্র্যাডফোর্ডের ল্যাঙ্কাশায়ারের পোস্ট অফিসের সীল লাগানো চিঠিতে মুসলমানদের বোরখা পরিধানের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়। আরেকটি চিঠি আসে তারই এক প্রতিবেশির নামে। সেখানে মুসলমানদেরকে সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়।

মুহাম্মাদ কয়েদ বলেন, আমার প্রতিবেশির চিঠিতে কোনো ভূমিকা ছাড়াই সরাসরি মুসলমানদেরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আর আমার চিঠিতে বোরখা পরিধানকে ‘অজ্ঞতা’ বলা হয়েছে। উভয় চিঠি একই জায়গা থেকে এসেছে এবং একই ব্যক্তি পাঠিয়েছেন বলে মুহাম্মাদ কয়েদের ধারণা। তিনি বলেন, আমার বিশ্বাস, যে ব্যক্তি চিঠিটি পাঠিয়েছে এবং যেখান থেকেই পাঠিয়েছে তিনি ব্রাডফোর্ডের অলিগলি চেনেন। চিঠি পাওয়ার পর থেকে তিনি তার মায়ের ব্যাপারে শঙ্কিত হয়ে পড়েছেন। কেননা তার মা বোরখা পরিধান করে বাজারে আসা-যাওয়া করেন।

ঘটনার পর পরই ইসলাম ধর্মের অনুসারীদের রক্ষায় আরও বেশি সংখ্যক পুলিশ মোতায়নের করা হয়েছে ব্রাডফোর্ডের কেন্দ্রস্থল হ্যানওভার স্কোয়ার ও ম্যানিংহোম এলাকায়। বাড়ানো হয়েছে পুলিশি টহল। এদুটি এলাকাতেই অধিক সংখ্যক মুসলমানের বসবাস। পুলিশ এ ঘটনাকে মুসলিম বিদ্বেষী তৎপরতা হিসেবে অভিহিত করেছে। পাশাপাশি চলছে ব্যাপক তল্লাশি। দেশটিতে মুসলমানদের বিরুদ্ধে অপরাধ তৎপরতা যখন ক্রমেই বাড়ছে ঠিক তখন এমন চিঠি দেয়া হলো। অবশ্য, পুলিশ বলেছে, তারা এ হুমকিকে খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছে। নগরীর মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

ওয়েস্টমিনস্টার, ম্যানচেস্টার ও লন্ডন সেতুতে সন্ত্রাসী হামলার পর ইসলামপন্থীদের ওপর ঘৃণাত্মক অপরাধ বেড়েছে। অনেক বিশ্লেষকের ধারণা করা, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সারা বিশ্বেই মুসলিম নির্মূলের হুমকি দিয়ে পাঠানো চিঠির সংখ্যা বেড়েছে।

দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর) জানিয়েছে, একই রকম হুমকি দিয়ে গত কিছু দিন আগে হাতে লেখা ও কিছু কিছু ক্ষেত্রে ফটোকপি করা চিঠি পাঠানো হয়েছে ইসলামিক সেন্টার অফ লং বিচ, ইসলামিক সেন্টার অফ ক্লারমাউন্ট ও স্যান জোসের ইভারগ্রিন ইসলামিক সেন্টারে।

লস অ্যাঞ্জেলস টাইমস-এর খবরে প্রকাশ, লস অ্যাঞ্জেলসের মসজিদগুলোতে এবং স্যান জোসের মসজিদগুলোতেও একই রকম চিঠি পাঠানো হয়েছে। চিঠিগুলোতে মুসলিমদের 'শয়তানের বাচ্চা' বলে সম্বোধন করা হয়েছে এবং চিঠির শেষে প্রেরকের স্বাক্ষরে লিখা হয়েছে 'আমেরিকান ফর অ্যা বেটার ওয়ে'।

চিঠিতে লেখা হয়েছে, 'শহরে এসেছে নতুন শেরিফ, ডোনাল্ড ট্রাম্প। যিনি আমেরিকার ময়লা-আবর্জনা পরিষ্কার করে পুরনো গৌরব ফিরিয়ে আনতে চাইছেন। আর এই কাজের শুরুটা হচ্ছে মুসলিমদের দিয়ে। হিটলার ইহুদীদের সাথে যা করেছিলো তিনি (ট্রাম্প) মুসলিমদের সাথে তা করতে যাচ্ছেন।'

সূত্র : শাবাকাতুল আলুকা ও ব্রিটিশ দৈনিক ‘দ্য গার্ডিয়ান’


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ