রকিব মুহাম্মাদ : পাকিস্তান জমিয়তে উলামার কেন্দ্রিয় সভাপতি মাওলানা ফজলুর রহমান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী নাওয়াজ শরিফকে সরানো মূলত দক্ষিণ এশিয়া ও আফগানিস্তানকে ঘিরে আমেরিকার নতুন নীতিমালার অংশ।
তিনি বলেন, নতুন এ নীতিমালার মাধ্যমে আমেরিকা পাকিস্তানের সামাজিক ও রাজনৈতিক কাঠামোকে দূর্বল করে বিশ্ব রাজনীতি বিশেষত পাকিস্তানকে দমিয়ে দেয়ার পরিকল্পনা মাত্র। যার মাধ্যমে আমেরিকা বিশ্ব রাজনীতিতে তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাচ্ছে। বুধবার একটি প্রেস কনফারেন্সে তিনি এসব কথা বলেন।
মাওলানা ফজলুর রহমান আরো বলেন, আমেরিকার আফগান পলিসির মূল নিশানা পাকিস্তান। আমেরিকা নৈরাজ্যে সৃষ্টি করে উন্নয়নশীল দেশগুলোতে দমিয়ে রাখার চেষ্টা করছে। তিনি বলেন, এখন আমাদের চিন্তা-ভাবনা করে কাজ করতে হবে যাতে করে পাকিস্তান কোর প্রকার ক্ষতির সম্মুখীন না হয়।
সূত্র- কুদরত