চলতি বছর ভিসা পেয়েও হজে যেতে পারেননি ৩৯৭ জন। এদের মধ্যে ৯৮ জন হজযাত্রী ১৮টি হজ এজেন্সির বিরুদ্ধে অভিযোগ করেছেন।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হাফিজুর রহমান আজ সাংবাদিকদের জানান, অভিযুক্ত ১৮টি হজ এজেন্সির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে যুগ্ম-সচিব এ তথ্য জানান।
তিনি বলেন, ‘ভিসা পেয়েও ৩৯৭ জন এবার হজ পালনের জন্য সৌদি আরব যেতে পারেননি। এদের মধ্যে ৯৮ জন ১৮টি হজ এজেন্সির বিরুদ্ধে অভিযোগ করেছেন। তাদের (অভিযুক্ত এজেন্সি) বিরুদ্ধে তদন্ত করা হবে, দায়ী হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তাদের কোনো ছাড় দেয়া হবে না। এদের পাসপোর্ট ছিল, ভিসা ছিল, কিন্তু টিকেট ছিল না। হজ এজেন্সির প্রতিনিধিও হজ ক্যাম্পে উপস্থিত ছিলেন না।’
৩ দিনে ৩ হাজার রোহিঙ্গা মুসলিম নিহত হয়েছে: মানবাধিকার সংস্থা
যুগ্ম-সচিব বলেন, ‘এগুলোর বিরুদ্ধে হজ অফিস জিডি করেছে। জিডির সূত্র ধরে মামলা করতে পারি। তদন্তের পর মামলা করব।’
চলতি বছর কয়েকটি হজ এজেন্সির বিরুদ্ধে অনিয়ম ও প্রতারণার অভিযোগে ওঠে। তাদের অনিয়মের কারণে অনেক হজযাত্রীকে চরম ভোগান্তি পোহাতে হয়। এ বছর বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া হজ ফ্লাইট শেষ হয়েছে সোমবার।