আওয়ার ইসলাম : আগামী প্রেসিডেন্ট নির্বাচনে দেশে ইতিবাচক পরিবর্তনের স্বপ্ন দেখছেন আলজেরিয়ার ইসলামিক দলগুলো। একটি অর্থবহ নির্বাচনের মাধ্যমেই তা সম্ভব হবে হলে মনে করছেন তারা।
আলজেরিয়া’স ইসলামিক সলভেশন ফ্রন্ট-এর সহ-সভাপতি শেখ আলি বিল হাজ গত শনিবার বলেন, আমি নিশ্চিত আগামী যে কোনো নির্বাচনে দেশের শাসনব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। তিনি এজন্য জাতীয় পর্যায়ে মতবিনিময় ও আলোচনার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন।
আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষ্যে দলীয় তফসিল ঘোষণার সময় তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ‘দেশের রাজনৈতিক সংকট অত্যন্ত গভীর। অবাধ ও সুষ্ঠু সংসদীয় নির্বাচন ছাড়া তা থেকে বেরিয়ে আসা সম্ভব নয়।’
বিলহাজ তখন সরকারী দলের পক্ষ থেকে রাজনৈতিক বাঁধা-বিপত্তি ও অন্যায় সুযোগ গ্রহণের অবসান দাবি করেন।
সূত্র : মিডলইস্ট মনিটর