রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


৫০০ পরিবারকে ত্রাণ দিল ইত্তেফাকুল উলামা ময়মনসিংহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ সাআদ: বৃহত্তর ময়মনসিংহের উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ প্লাটফর্ম ইত্তেফাকুল উলামা ময়মনসিংহের উদ্যোগে ৫০০ অসহায় বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

আজ ২৮ আগস্ট সকালে ইত্তেফাকুল উলামা ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি, অধ্যাপক মুফতি মুহিব্বুল্লাহ'র নেতৃত্বে উলামায়ে কেরামের একটি প্রতিনিধি দল জামালপুর, দেওয়ানগঞ্জের চরগ্রামে ৫০০ বন্যা কবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।

জানা যায়, আড়াই লক্ষ টাকাসহ খাবার স্যালাইন, প্রাথমিক কিছু ওষুধ, চিড়া-মুড়ি ইত্যাদি বিতরণ করা হয় বন্যার্তদের মধ্যে।

ত্রাণ বিতরণের প্রতিনিধি দলে মুফতি মুহিব্বুল্লাহ’র নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন ইত্তেফাকুল উলামা ময়মনসিংহের শিক্ষা সম্পাদক লেখক, ও গবেষক মাওলানা লাবীব আব্দুল্লাহ জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মুঞ্জুরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মুফতি মাহবুবুল্লাহ, জামিয়া ইসলামিয়ার মুহাদ্দিস মাওলানা মুখলিছুর রহমান, ইত্তেফাকুল উলামার কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা শরীফুল ইসলাম, জেলা কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মুফফি শরীফুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য মুফতি আমীর ইবনে আহমদ প্রমুখ।

ফের নিখোঁজ মাওলানা শহীদুল্লাহ সরকার; আলেমদের উদ্বেগ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ