বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল চাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি নেতৃত্বাধীন চার দেশের অনুসরণ করে এবার কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে মধ্য আফ্রিকার দেশ চাদ। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, “কাতারকে চাদ ও তার আশপাশের দেশগুলোতে অস্থিতিশীলতা সৃষ্টির সব রকম তৎপরতা বন্ধ করার আহ্বান জানানো হচ্ছে।”

কাতারের রাজধানী দোহা থেকে নিজের সব কূটনীতিককে প্রত্যাহার করে নেয়ার পাশাপাশি কাতারকে চাদ থেকে তার সব কূটনীতিককে ফেরত নিতে ১০ দিনের সময় বেধে দেয়া হয়েছে।

এর আগে গত ৫ জুন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। এসব দেশের অভিযোগ, কাতার তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার পাশাপাশি সন্ত্রাসবাদে সমর্থন দিচ্ছে। দোহা এসব অভিযোগ অস্বীকার করে এসেছে।

সৌদি আরবের নেতৃত্বাধীন চার আরব দেশ জুন মাসেই কাতারের ওপর জল, স্থল ও আকাশপথে অবরোধ আরোপ করে।

মুসলিম দেশগুলোর ওপর তেলসমৃদ্ধ দেশ সৌদি আরবের ব্যাপক প্রভাব থাকায় ধারণা করা হচ্ছিল আরো বহু দেশ কাতার বিরোধী পদক্ষেপে যোগ দেবে। কিন্তু বাস্তবে তা হয়নি। তবে সৌদি আরবের নেতৃত্বাধীন চার দেশ কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দুই মাস পর একই পদক্ষেপ নিল চাদ।

সূত্র: পার্সটুডে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ