আওয়ার ইসলাম : বহুল আলোচিত নারায়ণগঞ্জের সাত খুন মামলায় হাইকোর্ট ১৫ জন আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। বাকি ১১ জনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার সকালে বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই রায় পড়া শুরু হয়।
রায়ে আদালত নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২৬ জনের মধ্যে নূর হোসেন, তারেক সাঈদ, আরিফ হোসেন, মাসুদ রানাসহ ১৫ আসামির ফাঁসির আদেশ বহাল রাখেন এবং বাকি ১১ আসামির মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।
এর আগে ১৩ আগস্ট এই মামলার রায় হওয়ার কথা থাকলেও সে দিন তা পিছিয়ে নতুন এই দিন নির্ধারণ করা হয়। চাঞ্চল্যকর এই ঘটনায় হওয়া দুটি মামলায় নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মামলার ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের করা আপিল শুনানি গত ২৬ জুলাই শেষ হয়। সে দিনই রায়ের জন্য ১৩ আগস্ট দিন নির্ধারণ করেছিলেন আদালত।