আওয়ার ইসলাম : ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে প্রধানমন্ত্রীর কড়া সমালোচনার পরপরই প্রধান বিচারপতি এসকে সিনহার সঙ্গে বৈঠক করেছেন তার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।
আজ মঙ্গলবার বিকালে সুপ্রিম কোর্ট ভবনে এ বৈঠক হয়।
বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত বৈঠক চলে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্টার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজ।
বৈঠকে ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে আলোচনা হয়েছে। ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে সরকারি দলের কড়া সমালোচনার মধ্যেই প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করলেন।
সোমবার আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ রায়ের কড়া সমালোচনা করে বক্তব্য রাখেন।
মঙ্গলবার আওয়ামী লীগের বেশ কয়েকটি অঙ্গ সংগঠন ও নেতা প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করেছেন।