তিনি গতকাল এক বিবৃতিতে মুসলিম ও অন্যান্য ধর্মের অনুসারীদের সমকামী বিয়ের বিপক্ষে ভোট দেয়ার আহবান জানিয়েছেন।
তিনি বলেন, কোনো ধর্মেই সমকামিতা অনুমোদিত নয়। আর শিশুর অধিকার রয়েছে তার বাবা-মায়ের সঙ্গে বেড়ে ওঠার।
তিনি আরও বলেন, আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই আহবান জানিয়েছি এবং ইসলাম ধর্মে সমকামিতা কিছুইতেই গ্রহণযোগ্য নয়।
ইউসুফ পির বলেন, ইসলাম সুস্থ স্বাভাবিক জীবন ও সমাজের জন্য ঐক্যবদ্ধ পরিবার গঠনের কথা বলে। সমকামিতা শিশু অধিকার নষ্ট করছে এবং মানুষের স্বাভাবিক জীবনের ভারসাম্য নষ্ট করছে। ইসলামে শুধু নারী-পুরুষের বিয়েই অনুমোদিত।
তিনি এমন সময় সমকামী বিয়ের বিপক্ষে ভোট দেয়ার আহবান জানালেন যখন কয়েক লক্ষ্য মানুষ তার পক্ষে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন।
ইউসুফ পির অস্ট্রেলিয়ান মুসলিমদের মাঝে জনপ্রিয় একজন ব্যক্তিত্ব। তিনি ২০০৪ সালে সংসদে বিয়ের সংজ্ঞা বা পরিচয় নির্ধারণের সময়ও সরব হন। ফলে পার্লামেন্ট বিয়ের সংজ্ঞা নির্ধারণ করে ‘নারী ও পুরুষের এমন সম্মিলন যারা অন্যদের বর্জনের অঙ্গীকারে একত্র হয়।’
সূত্র : কুরিয়ার মেইল