আওয়ার ইসলাম : সৌদি আরবের বাদশাহ সালমান হজযাত্রীদের জন্য কাতার সীমানা খুলে দেয়ার পর কাতার ধন্যবাদ জানিয়েছে। এর ফলে সংকট সমাধানের যে সম্ভাবনা তৈরি হয়েছিলো তা আরও জোরদার হয়েছে।
কাতার রাজপরিবারের প্রভাবশালী সদস্য শেখ আবদুল্লাহ বিন আলি আল-সানি গতকাল সৌদি বাদশাহকে ধন্যবাদ জানিয়ে টুইট করার পর সংকট সমাধানের পথ আরও প্রশস্ত হলো বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকগণ।
তারা বলছেন, পরস্পরের প্রতি শ্রদ্ধা ও আস্থার যে আবহ তৈরি হয়েছে তা সংকট সমাধানে পথ দেখাবে।
গত রাতে শেখ আবদুল্লাহ কাতারের হাজি ইচ্ছুকদের হজ করার সুযোগ নিশ্চিত করায় সৌদি বাদশাহকে ধন্যবাদ জানিয়ে তার প্রথম টুইটটি করেন। এরপর তিনি ধারাবাহিকভাবে কয়েকটি টুইট করেন। সেখানে কাতার উভয় দেশের মধ্যে সংকট সমাধানের আশাবাদ ব্যক্ত করেন।
তিনি কাতার ও সৌদি আরবের মধ্যে হটলাইন প্রতিষ্ঠারও অনুরোধ জানান সৌদি বাদশাহ সালমানের প্রতি।
উল্লেখ্য, শেখ আবদুল্লাহ কাতারের রাজ পরিবারের একজন জনপ্রিয় ও প্রভাবশালী সদস্য। তার দাদা, বাবা ও ভাই ধারাবাহিকভাবে কাতারের ৩য়, ৪র্থ ও ৫ম শাসক ছিলেন।
সূত্র : আরব নিউজ