বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

দাওয়াতের কাজ ভালোভাবে করতে সবার দুআ চাইলেন অনন্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: ইসলামের দাওয়াত ও তাবলিগের কাজ যেন ভালোভাবে করতে পারেন সে জন্য সবার দোয়া চেয়েছেন অনন্ত জলিল। বর্তমানে তিনি তাবলিগের কাজে নারায়ণগঞ্জের বাইতুল আকসা জামে মসজিদে অবস্থান করছেন।

অনন্ত জলিলের ফেসবুক পেইজ থেকে জানা যায়, গত ১৮ আগস্ট তিনি ৩ দিনের জন্য তাবলিগের কাজে বের হন। এসময় তিনি কুরআন হাদিসের বিভিন্ন কিতাব অধ্যয়ন করেন। ব্যবসায়ীদের মধ্যে দাওয়াতের কাজও করেন।

২০ আগস্ট দুপুরে তিনি ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করেন। যেখানে দেখা যায় আলেমদের সঙ্গে বসে আছেন এবং মুগ্ধ হয়ে তাদের কথা শুনছেন।

ছবিগুলো প্রকাশ করে তিনি তার ভক্ত ও সাধারণ মানুষের কাছে দুয়া প্রার্থনা করেন।

তিনি লিখেন, বন্ধুগন আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি যেন ইসলাম দাওয়াত ও তাবলিগ এর কাজ করতে সক্ষম হই। আমি আজ মুন্তাখাব হাদীস পড়ছি, আল্লাহতালা যেন আমাকে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন।

এর আগে মুন্তাখাব হাদিস পড়ার একটি ছবি ফেসবুকে প্রকাশ পেলে অনেকেই এটি নিয়ে বিরুপ মন্তব্য করে। তার জবাবে অনন্ত লিখেন, বন্ধুগণ, আমি কোন কিতাবের কমার্শিয়াল বিজ্ঞাপন করছি না। ফাযায়েলে আমাল কিতাব পড়ার সময় ছবিটি তোলা হয় যার কারণে কিতাবসহ আমার ছবিটি প্রকাশ পায়। আমি কিতাব পড়ে জ্ঞান অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

তিনি আরও লিখেছেন, আল্লাহ তায়ালায় ভাল জানেন কোনটা সঠিক আর কোনটা সঠিক নয়। সঠিক আমল এর জন্য আল্লাহতায়ালার কাছে সবসময় দোয়া করতে থাকি।

দাওয়াত ও তাবলীগের কাজে রবীন্দ্র সরোবরে অনন্ত জলিল

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ