স্পেনের বার্সেলোনার পর্যটন এলাকায় মানুষের ভিড়ের মধ্যে কাভার্ডভ্যান চালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৩ জন নিহত হয়েছে বলে স্থানীয় প্রতিনিধির বরাতে জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্ট। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো স্পেনের পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, এটি একটি বড় ধরনের সহিংসতা। যা সন্ত্রাসী হামলাও হতে পারে।
এদিকে স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে রয়টার্স জানায়, জমায়েতের ওপর ভ্যান উঠিয়ে বেশ কয়েকজনকে আঘাতের পর চালক ও অন্য একজন ব্যক্তি হেঁটে গাড়ি থেকে নেমে একটি রেস্টুরেন্টে গিয়ে ঢোকে। ওই দুই হামলাকারীই সশস্ত্র বলে জানিয়েছে পুলিশ।
এদিকে এক টুইটে বার্সেলোনা পুলিশ হামলাস্থলে মানুষকে না যাওয়ার অনুরোধ জানিয়েছে। এ ছাড়া মেট্রো ও রেলস্টেশন বন্ধেরও ঘোষণা দিয়েছে পুলিশ।
স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো র্যাহয় টুইট করেছেন তাদের এখন অগ্রাধিকার হল হামলায় আহতদের দিকে মনোযোগ দেওয়া এবং নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করা।
আরএম