সিরিয়ায় বেসামরিক লোকজনের ওপর মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক জোটের অব্যাহত অপরাধ বন্ধ করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে দামেস্ক।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আলাদা দুটি চিঠিতে এ আহ্বান জানিয়েছে। দামেস্ক বলেছে, আন্তর্জাতিক অঙ্গনে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার যে দায়িত্ব রয়েছে নিরাপত্তা পরিষদের ওপর -সংস্থাটির তা পালন করা উচিত।
বুধবার জাতিসংঘ মহাসচিব আন্টোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি আমর আবদুল লতিফ আবুল আত্তাকে দেয়া চিঠিতে এসব কথা বলেছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
১৬ আগস্ট রাকা প্রদেশে মার্কিন জোটের বিমান হামলায় অন্তত ১৭ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার কথাও উল্লেখ করা হয়েছে চিঠিতে। ওই হামলায় নারী-শিশুসহ বহু মানুষ আহত হয়। এছাড়া, বহু সংখ্যক বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে। মার্কিন জোট গাইডেড বোমা ও আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ফসফরাস বোমা ব্যবহার করছে বলেও অভিযোগ করেছে সিরিয়া।