আওয়ার ইসলাম : ভয়াবহ বন্যায় দেশের উত্তরাঞ্চলের মানুষ চরম দুর্ভোগে। যে কারণে লাখ লাখ মানুষ মানবেতর জীবনযাপন করছে। পানিবন্দি মানুষের এমন দুর্দশা দেখে আর চুপ থাকতে পারেননি বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে দেশের মানুষদের আহ্বান জানিয়েছেন। শুধু তাই নয়, তিনি নিজে বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন।
আজ সকাল ১১: ২৪ মিনিটে নিজের ফেসবুক পেজে লাইভে মুশফিক বলেন, ‘অনেক কষ্ট, আশা এবং অনুরোধ নিয়ে আপনাদের সামনে আমি এসেছি। আপনারা সবাই অবগত আছেন যে, বাংলাদেশে এখন বন্যার কতটা ভয়াবহ অবস্থা। আমি তাদের পাশে দাঁড়ানোর প্রতিজ্ঞা নিয়েছি। এবং আমি অনুরোধ করব আপনাদেরকে, যারা অনেকেই হয়তো বা সাহায্য করেছেন এবং আরো সাহায্য প্রয়োজন। আপনারা আর্থিকভাবে কিংবা ত্রাণসহায়তা দিয়ে, যেভাবেই হোক তাদের পাশে এসে দাঁড়ান।’
বিশেষ করে দেশের উত্তরাঞ্চলের মানুষের দুর্ভোগে তাদের পাশে থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ টেস্ট অধিনায়ক বলেন, ‘আমাদের উত্তরবঙ্গের মানুষজন, দিনাজপুর-ঠাকুরগাঁও মানুষজনের অবস্থা খুবই খারাপ। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, ত্রাণ বা আর্থিক সহায়তা দিয়ে সাহায্য করতে না পারলেও অন্তত আল্লাহর কাছে দোয়া করবেন, যাতে তাদের ভয়াবহ দুর্দশার দ্রুত অবসান ঘটে এবং তারা যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। আসুন আমরা সবাই এগিয়ে আসি এবং এই বানভাসি মানুষদের সাহায্য করি। এ জন্যই আজ আমি আপনাদের সামনে এসেছি। আশা করি আপনারা আমার এই অনুরোধ রাখবেন।’
https://www.facebook.com/MushfiqurOfficial/videos/10155361549802012/
জন্মদিন উপলক্ষে সবাইকে ৫ ওয়াক্ত নামাজের আহ্বান মুশফিকের
-এজেড