আওয়ার ইসলাম : সৌদি আরবের জেদ্দায় ছয়টি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে তিনটি ভবন আগুন লেগে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। আগুন লাগার স্থান থেকে অন্তত ৬০ জন লোককে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার জেদ্দা শহরের প্রাণকেন্দ্র 'আল বালাদ' হিস্টোরিক সেন্টারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে অ্যারাব নিউজ। তবে প্রাথমিকভাবে এখনো কোনও হতাহতে খবর পাওয়া যায়নি।
মক্কার সিভিল ডিফেন্সের মুখপাত্র কর্নেল সাইদ সারহান জানিয়েছেন, বুধবার সকাল পর্যন্ত আগুন থামানোর চেষ্টা করে গেছেন অগ্নিনির্বাপক কর্মীরা। অগ্নিকাণ্ডে আল কুমসানি, আল আসমায়ি এবং আবদেল আল নামের তিনটি ভবন পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। উল্লেখ্য, আল বালাদ হচ্ছে পবিত্র নগরী মক্কা ও মদিনা শহরের মূল প্রবেশদ্বার।
-এজেড