রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


ব্রাহ্মণবাড়িয়া-৫ এ নির্বাচন করবেন মাওলানা উসমান গনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহাদাত হোসাইন: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়ীয়া-৫ (নবীনগর) আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হতে পারেন ইসলামী যুব আন্দোলন মজলিসে শুরার সদস্য, সাবেক ছাত্রনেতা মাওলানা উসমান গণি রাসেল। সে লক্ষ্যে এলাকায় তিনি প্রাথমিক কাজ শুরু করেছেন।

কেন্দ্রীয় সূত্র ও উপজেলার নেতাকর্মীদের সাথে কথা বলে তার মনোনয়নের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ন মহাসচিব অধ্যাপক মাহাবুবুর রহমানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, তৃণমূল থেকে মাওলানা উসমান গণি রাসেলের নাম আমরা প্রার্থী হিসেবে পেয়েছি। দলের নিতিনির্ধারণী ফোরামের পছন্দের তালিকায় রয়েছে মাওলানা উসমান গণি রাসেল। তরুণ এই যুবনেতাকে মানুষ গ্রহণ করবে বলে তিনি আশাবাদি।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িযা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা উবায়দুল হক বলেন, মাওলানা উসমান গণি রাসেল দলের এক নিবেদিত প্রাণ। তিনি ছাত্র রাজনীতি থেকেই পীর সাহেব চরমোনাইর আদর্শে রাজনীতি করছেন। তৃণমূল পর্যায় থেকেও তরুণ এ নেতার নাম এসেছে। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাত পাখার প্রার্থী হিসেবে আমরা মাওলানা উসমান গণি রাসেলের নাম সুপারিশ করেছি।

দলের প্রার্থী মাওলানা উসমান গণি রাসেলের মতামত জানতে চাওয়া হলে তিনি বলেন, হক্বের পতাকাবাহী সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ। শান্তির প্রতিক হাত পাখার পক্ষে এবার জনমত গড়ে উঠেছে। দল যদি আমাকে মনোনীত করেন যথাসাধ্য চেষ্টা করবো তাদের মান রাখার জন্য। অবহেলিত নবীনগরের উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করবো এবং নবীনগরের দল-মত নির্বিশেষে সকল আলেম ওলামাদের নিয়ে একটি ঐক্য গড়ার চেষ্টা করবো।

এ ব্যাপারে ইসলামী আন্দোলন বাংলাদেশ নবীনগর উপজেলার সভাপতি মাওলানা জসীম উদ্দিন বলেন, মাওলানা উসমান গণি রাসেল একজন সমাজহিতৈষী মানুষ। সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন।প্রবাসে থেকেও দলের খোজ খবর রাখেন নিয়মিত। অতীতের যে কোন সময়ের চেয়ে নবীনগরে ইসলামী আন্দোলনের সাংগঠনিক শক্তি এখন মজবুত।মাওলানা উসমান গণি রাসেলই আমাদের প্রার্থী তার বিক্ল্প নেই।

ইসলামী আন্দোলন নবীনগর উপজেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা মুমিনুল হক বলেন, মাওলানা উসমান গণি রাসেলের পক্ষে আমরা সবাই ঐক্যবদ্ধ। দলের কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব নবীনগরের কৃতি সন্তান অধ্যাপক মাহবুব ভাই আমাদের নিয়মিত দিক-নির্দেশনা দিচ্ছেন আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাত পাখার পক্ষে নবীনগরে আমরা চমক দেখাবো ইনশা আল্লাহ্।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাবেক সহ- সভাপতি বর্তমানে মালয়েশীয়া প্রবাসী মুহাম্মাদ ফয়জুল্লাহ বলেন, মাওলানা উসমান গণি রাসেল ভাইয়ের হাত ধরেই আমরা ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলাম উনার দিক নির্দেশনায় নবীনগর সহ গোটা ব্রাহ্মনবাড়িয়া জেলায় ছাত্র সমাজের কাছে এক পরিচিত নাম ‘ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন’। ছাত্র সমাজের প্রিয় মুখ সাবেক ছাত্র নেতা মাওলানা উসমান গণি রাসেল ভাইকে দলের প্রার্থী হিসেবে মনোনীত করায় দলের মুহতারাম আমীর পীর সাহেব চরমোনাইকে কৃতজ্ঞতা জানাই।

সৌদী প্রবাসী ইসলামী আন্দোলন রিয়াদ শাখার মজলিশে সুরার দায়িত্বশীল সদস্য নবীনগরের কৃতি সন্তান মুহাম্মাদ জাকির হোসেন বলেন, সদাহাস্যোজ্জল, মিষ্টভাষী, জনদরদী, দলের জন্য নিবেদিত প্রাণ মাওলানা উসমান গণি রাসেলকে দলের প্রার্থী মনোনীত করে নেতৃবৃন্দ এক সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তিনি সেকারণে ইসলামী আন্দোলন বাংলাদেশের নিতিনির্ধারনী ফোরামকে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন।

উল্লেখ্য, মাওলানা উসমান রাসেল উপজেলার বগডহর গ্রামের জনাব খাযের মিয়ার ছেলে।

১৯৯৭ সাল থেকেই তিনি ছাত্র রাজনিতির সঙ্গে জড়িত, সাধারণ সদস্য থেকে উপজেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতির দায়িত্বও পালন করেছেন বেশ সুনামের সাথে। তিনি বর্তমানে সৌদী আরব প্রবাসী।

তিনি ইসলামী আন্দোলন রিয়াদ মহানগর শাখার যুগ্ন-সাধারন সম্পাদক ও সৌদি আরব কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক, এছাড়াও ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির মজলিশে শুরার সদস্য তিনি।

গাজীপুর-২ আসনে নির্বাচন করবেন গাজী আতাউর রহমান, হজ থেকে ফিরেই গণসংযোগ

ব্রাহ্মণবাড়ীয়া-৫ আসনে ঐক্যজোট প্রার্থী মাওলানা মেহেদী হাসান

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ