উবায়দুল্লাহ সাআদ: বর্তমান বিশ্বের আলোচিত লেখক তালিকার অন্যতম নাম শায়েখ যুলফিকার আহমদ নকশাবন্দী। যিনি একই সাথে আলেম, দার্শনিক, লেখক, গবেষক ও প্রকৌশলী ।
পীর হিসাবেও সারা বিশ্বে তার সুনাম সুখ্যাতি রয়েছে। একজন সফল লেখক হিসেবে তার রয়েছে আলাদা পরিচয়।
সাম্প্রতিক সময়ে তার লেখা বইগুলি বিশ্বের নানা ভাষায় অনুদিত হচ্ছে। মানুষের ধর্মীয় চাহিদা পূরণে তার লেখা বই ব্যাপক ভূমিকা রাখছে বলে মনে করেন বিশ্লেষকরা।
সম্প্রতি প্রকাশিত শায়েখ যুলফিকার আহমদ নকশাবন্দী ধারাবাহিক বয়ানের সিরিজ ‘খুতুবাতে যুলফিকার’ বাংলায় ৩২ খণ্ডে বাজারে এসেছে। সিরিজটি প্রকাশ করেছে মাকতাবাতুল আযহার।
খুতুবাতে যুলফিকার এর ষষ্ঠ খণ্ড আলোকিত জীবনের পাথেয়। সর্বমোট নয়টি অধ্যায়ে শেষ হয়েছে বইটি। এতে মানব জীবনের নানা দিক নিয়ে আলোচনা রয়েছে। যেমন; আল্লাহর ভয়, কুরআনী শিক্ষার প্রয়োজনীয়তা, আকাবিরে দ্বীনের ইতিহাস, গায়েবী সাহায্য, নেককার জীবন, আত্মশুদ্ধির পাথেয় প্রভৃতি বিষয় নিয়ে বিস্তর আলোচনা করা হয়েছে।
বইটি অনুবাদ করেছেন লেখক ও অনুবাদক আবু জারীর আবদুল ওয়াদুদ।
বিদেশী একজন লেখকের বই এদেশে এত জনপ্রিয় হওয়ার পেছনে কী কারণ জানতে চাইলে বিশিষ্ট লেখক ও অনুবাদক বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি জহির উদ্দিন বাবর আওয়ার ইসলামকে বলেন, শায়েখ যুলফিকার নকশাবন্দীর জনপ্রিয়তার মৌলিক কারণ হলো, তার লেখা অত্যন্ত সহজ-সরল সাবলীল ভাষায় হয়ে থাকে। তিনি মানুষের জীবনঘনিষ্ঠ বিষয়ে লিখে থাকেন। এ জন্যে পাঠকশ্রেণি মনে করে, আমাকে উদ্দেশ্য করেই লেখা হয়েছে। আরেকটি কারণ হলো, একই সাথে তিনি হাফেজ আলেম প্রকৌশলী তথা বহুমুখী জ্ঞানের অধিকারী হওয়ায় মানুষের মৌলিক চাহিদা অনুধাবন করে তিনি লেখেন।
শায়েখ যুলফিকার আহমদ নকশাবন্দীর বই পাঠক কেমন গ্রহণ করেছে; জানতে চেয়েছিলাম মাকতাবাতুল আযহার বাংলা বাজার শাখার প্রধানের কাছে। তিনি উচ্ছ্বাস প্রকাশ করে আওয়ার ইসলামকে বলেন, আলহামদুলিল্লাহ তার বইগুলি বিক্রির শীর্ষেই আছে।
আলোচিত খুতুবাতে যুলফিকার একসঙ্গে অর্ডার করতে পারেন রকমারিতে