রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


২০ দলের শরিক ইসলামী ঐক্যজোটের ১০১ সদস্যের চট্টগ্রাম কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০ দলীয়জোটের শরীক বাংলাদেশ ইসলামী ঐক্যজোট চট্টগ্রাম মহানগর কমিটি গঠন উপলক্ষে এক প্রতিনিধি সম্মেলন আজ বিকেল ৩ টায় লালখান বাজারস্থ খতিবে আজম মিলনায়তনে জোটের কেন্দ্রীয় সহ সভাপতি ও চট্টগ্রাম নগর সভাপতি আবদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় সভাপতি আল্লামা মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী।

সম্মেলন শেষে আলহাজ্ব আবদুর রহমান চৌধুরী সভাপতি, মাওলানা হাফেজ সায়েমুল্লাহ সাধারণ সম্পাদক, মাওলানা হাফেজ মোহাম্মদ হানিফ অর্থসম্পাদক, মাওলানা ইকবাল খলিল সাংগঠনিক সম্পাদক, মাওলানা শোয়াইব বিন করিমকে প্রচার সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট নগর কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলো, সিনিয়র সহসভাপতি মাওলানা কারী ফজলুল করিম জিহাদী, সহ সভাপতি মাওলানা মুফতি হারুন ইজহার চৌধুরী, অধ্যাপক মাওলানা ইলিয়াস মাহমুদ, মাওলানা মনজুরুল কাদের চৌধুরী, মাওলানা আ ন ম রহীম উল্লাহ, মাওলানা সরোয়ার আলম, মাওলানা জালাল উদ্দিন, এডভোকেট নিজাম উদ্দিন, অধ্যাপক আবুল কাসেম, মাওলানা শামসুল হক, মাওলানা মহিউদ্দীন।

সহসম্পাদক মাওলানা জয়নাল আবেদীন কুতুবী, মাওলানা মুফতি সরোয়ার আজম, মাওলানা আনোয়ার হোসেন রববানী, মাওলানা কামরুল ইসলাম কাসেমী, মোহাম্মদ আরশাদ, মাওলানা কতুবুদ্দিন, সহকারী অর্থসম্পাদক মাওলানা সুলাইমান আতীক, মাওলানা নাজিমুদ্দিন ফোরকান, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা শিবলী নোমানী, মাওলানা মনসুর বিন কাদের, মাওলানা কামাল উদ্দিন সিদ্দিকী, সহকারী প্রচার সম্পাদক মাওলানা মোহাম্মদ ইউসুফ, মাওলানা আবু রায়হান, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ হাসান, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা হাফেজ মাহমুদুল হাসান, দপ্তর সম্পাদক মাওলানা জাফর আহমদ, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মুফতি শহিদুল ইসলাম, সাহিত্য সম্পাদক খন্দকার মোহাম্মদ হামিদুল্লাহ, পাঠাগার সম্পাদক মাওলানা হাফেজ এরশাদুল্লাহ, তথ্য ও গবেষণা সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আলী হাসান।

সদস্যগণ হলেন, মুফতি নুরুল হক, হাফেজ মোহাম্মদ ইসহাক, কারী মোহাম্মদ জাহাঙ্গীর, মাওলানা বদরুল আলম, মাওলানা মাহমুদুল হাসান শাহনেওয়াজ ও শ্রমিক নেতা ফরিদ আহমদ।

উল্লেখ্য, গত বছর ৭ জানুয়ারি ইসলামী ঐক্যজোট বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ত্যাগ করে। রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে ত্রি-বার্ষিকী সম্মেলনে চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী জোট ছাড়ার দেন। তবে অ্যাডভোট আবদুর রকীবের নেতৃত্বে একটি অংশ ২০ দলে থেকে যায়। এ অংশ বাংলাদেশ ইসলামী ঐক্যজোট নামে কার্যক্রম চালাচ্ছে।

‘পেয়ার দোষী হলে বিচার চাই; নিরপরাধ হলে আল্লাহ যেন হেফাজত করেন’


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ