রকিব মুহাম্মাদ: জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। ইতোমধ্যেই পবিত্র শহর মক্কায় বিভিন্ন দেশ থেকে হজ পালনের উদ্দেশ্যে হাজীরা উপস্থিত হয়েছে পবিত্র শহর মক্কায়।
এদিকে হাজীদের সুবিধার্থে সৌদি সরকার ও বিভিন্ন সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান মক্কা ও মদিনায় বিশেষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছেন।
মদিনা মুনাওয়ারায় মসজিদে নববী কর্তৃপক্ষ হাজীদের আগমন উপলক্ষে নিয়েছেন বিশেষ ব্যবস্থাপনা।
সৌদি বেসরকারি মিডিয়ারগুলোর তথ্য অনুযায়ী, মসিজিদে নববী কর্তৃপক্ষ বলেছেন, আল্লাহর ঘরের মেহমান ও আল্লাহর রাসুলের কবর জিয়ারতকারীদের জন্য আমারা বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। যাতে করে হজ পালনের উদ্দেশ্যে আগত মেহমানরা সুশৃখ্ঙল ও শান্তিপূর্ণ পরিবেশে হজ পালন করতে পারে।
হজের মৌসুম আসার সাথে সাথে কর্তৃপক্ষ তাদের কাজ শুরু করে দিয়েছেন। উল্লেখযোগ্য হল, মসজিদে নববীর দরজা খোলা, পর্যবেক্ষণ করা, সার্বক্ষনিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা, নতুন গালিচা বিছানো ও পরিষ্কারের জন্য সচেষ্ট থাকা, মসজিদে নববীতে ঠান্ডা জমজম পানির ব্যবস্থা করা হয়েছে।
এছাড়াও, মসজিদে নববীর পুরো এলাকা জুড়ে এয়ার কন্ডিশনারের ব্যবস্থা নেয়া হয়েছে।
সৌদি সরকারি অফিসার ও মসজিদে নববীর দায়িত্বরত আব্দুল ওয়াহেদ ইবনে আলি খত্তাব বলেন, আল্লাহর ঘরের মেহমানদের জন্য আমরা যথাসম্ভব চেষ্টা করছি, তারা যেন সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে হজ পালনকেরতে পারে এ দিকটাতেও আমরা খেয়াল রেখেছি। হাজীদের জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে।
হজ মৌসুমে পবিত্র মক্কায় কেন আসে বাহারি রঙের এসব কবুতর?