আওয়ার ইসলাম : গতকাল ৩০ জুলাই আধুনিক তুরস্কের জনকখ্যাত কামাল আতাতুর্কের মূর্তি ভাঙ্গার চেষ্টা করে এক তুর্কি। তবে মূর্তিতে আঘাত করার কিছুক্ষণের মধ্যেই পুলিশ তাকে থামিয়ে দেয় এবং আটক করে নিয়ে যায়।
পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে পড়লে ভাইরাল হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শ্মশ্রুমণ্ডিত ও পাগড়ি পরিহিত এক ব্যক্তি কাস্তে দিয়ে মূর্তি ভাঙ্গার চেষ্টা করছে।
অবশ্য পুলিশ তার চারপাশে জড়ো হওয়া ব্যক্তিদের উদ্দেশে তাকে কিছু বলার সুযোগ দেয়। আটক ব্যক্তি তখন বলেন, ‘ব্যক্তি যত মহানই হোক ইসলাম তার মূর্তি তৈরির অনুমতি দেয় না, তাই মূর্তি ভাঙ্গার চেষ্টা’।
স্হানীয় পত্রিকার ভাষ্যমতে আক্রমণকারীর নাম মুহাম্মদ মালবুরা। তুরস্কের দক্ষিন-পূর্ব 'শানলী' শহরের ভ্রাম্যমান বিক্রেতা। মূর্তি সেখানের প্রজাতন্ত্র স্কোয়ারে অবস্হিত।
তুর্কি অনলাইন আরটি থেকে মুজাহিদুল ইসলামের অনুবাদ