অাওয়ার ইসলাম : রামগঞ্জে মসজিদে জুমার নামাজের পর আওয়ামীলীগ নেতার নাম ধরে মুনাজাত না করায় মসজিদের খতিব ও স্থানীয় মাদ্রাসার শিক্ষককে মারধর করার তিনদিন পর সোমবার বিকালে মসজিদের খতিব মাওলানা মো. ইউসুফ ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেন।
জানা যায় শুক্রবার উপজেলার ২ নম্বর নোয়াগাঁও আলিম মাদরাসা মসজিদের খতিব ইউসুফকে জুমার নামাজের পর আ’লীগের মসজিদ কমিটির সভাপতি এমএ মমিন পাটওয়ারী স্থানীয় ইউপি চেয়ারম্যান মুহাম্মদ হোসেন রানার উপস্থিতিতে মসজিদ সংলগ্ন মাদরাসার একটি কক্ষে ডেকে নিয়ে যান।
এ সময় এমএ মমিন পাটওয়ারী কেন বিএনপি নেতার ভাইয়ের জন্য দোয়া করা হলো এবং কেন এমএ মমিন পাটওয়ারী ও স্থানীয় চেয়ারম্যানের জন্য দোয়া করেননি বলে চড়-থাপ্পড় ও এলোপাতাড়ি মারধর করে বিষয়টি কাউকে জানালে প্রাণে মারার হুমকি দেয়।
অভিযুক্ত আ’লীগ নেতা এমএম মমিন পাটওয়ারী জানান, খতিব সাহেব মসজিদে উগ্রবাদী কথা বলেন। মারধরের ঘটনা সঠিক নয়।
-এজেড