হামিম আরিফ: মঙ্গলবার দাওরায়ে হাদিস (মাস্টার্স) এর ফলাফল ঘোষণা করা হয়েছে। পুরুষদের মধ্যে পাশের হার ৮৩.৯২, মহিলাদের পাশের হার ৭৮.৯৩।
মেধা তালিকা (পুরুষ)
ফলাফলে মেধা তালিকায় যৌথভাবে ১ম স্থান অধিকার করেছেন, মাদরাসা বাইতুল উলুম ঢালকানগরের মুহাম্মদ ইয়াসীন ও আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম আফতাবনগর ঢাকার মো: ইলয়াস হুসাইন। দুজনের প্রাপ্ত নাম্বার ৯৩২।
২য় স্থান অধিকার করেছেন আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদানীনগর নারায়ণগঞ্জের সাঈদ আহমদ ও মাদরাসা বাইতুল উলুম ঢালকানগরের মুহাম্মদ আদনান। প্রাপ্ত নম্বর ৯২৭।
৩য় স্থান অধিকার করেছেন, জামিয়া ইসলামিয়া বায়তুন নূর ওয়াসারোড উত্তর পশ্চিম যাত্রাবাড়ী ঢাকা’র মুহাম্মদ যাওয়াদ আহমদ। প্রাপ্ত নম্বর ৯২২।
৪র্থ স্থান অধিকার করেছেন, মাদরাসা বাইতুল উলুম ঢালকানগর ঢাকা’র মুহাম্মদ ইনআমুল হাসান ও জামিয়াতুল উলুমিল ইসলামিয়া মোহাম্মদী হাউজিং মোহাম্মদপুর ঢাকা’র হানিফ আহমদ। প্রাপ্ত নম্বর ৯১৮।
৫ম স্থান অধিকার করেছেন, মাদরাসা বাইতুল উলুম ঢালকানগর ঢাকা’র মুহাম্মদ ইমদাদুল্লাহ। প্রাপ্ত নম্বর ৯১৫।
৬ষ্ট স্থান অধিকার করেছেন, শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা’র আমীনুল ইসলাম আরাফাত। প্রাপ্ত নম্বর ৯১৪।
৭ম স্থান অধিকার করেছেন, জামিউল উলুম মাদরাসা মিরপুর ১৪ ঢাকা’র কামরুল ইসলাম। প্রাপ্ত নম্বর ৯১৩।
৮ম স্থান অধিকার করেছেন, মাদরাসা বাইতুল উলুম ঢালকানগর ঢাকা’র আহমাদুল্লাহ। প্রাপ্ত নম্বর ৯১২।
৯ম স্থান অধিকার করেছেন, শর্শদি ইসলামিয়া দারুল উলুম মাদরাসা ফেনী’র রফিক আহমদ। প্রাপ্ত নম্বর ৯১০।
১০ ম স্থান অধিকার করেছেন, জামিয়া আরাবিয়া এমদাদুল উলুম ফরিদাবাদ ঢাকা’র হাবিবুর রহমান খান। প্রাপ্ত নম্বর ৯০৮।
মেধা তালিকা (মহিলা)
১ম স্থান অধিকার করেছেন, রামপুরা জাতীয় মহিলা মাদরাসা ঢাকা’র মাহিরা। প্রাপ্ত নম্বর ৯২৬।
২য় স্থান অধিকার করেছেন, জামিয়া সাহবানিয়া দারুল উলুম ঢাকার জান্নাতুন নাঈম সাদিয়া। প্রাপ্ত নম্বর ৮৯৬।
৩য় স্থান অধিকার করেছেন, রামপুরা জাতীয় মহিলা মাদরাসা ঢাকা’র সানজিদা হুসাইন তামিমা ও দারুল উলুম মহিলা মাদরাসা যাত্রাবাড়ী ঢাকার ফাতেমা সাদিয়া। প্রাপ্ত নম্বর ৮৭৮।
৪র্থ স্থান অধিকার করেছেন, জামিয়া ইবরাহিমিয়া আমিনিয়া নারায়ণগঞ্জের মারিয়া আখতার। প্রাপ্ত নম্বর ৮৫৯।
৫ম স্থান অধিকা করেছেন, জামিয়া রাহেলা পারভিন তাহজিবুল বানাত নেত্রকোণা’র আফিফাতুন নিসা। প্রাপ্ত নম্বর ৮৫৭।
৬ষ্ট স্থান অধিকার করেছেন, রামপুরা জাতীয় মহিলা মাদরাসা ঢাকা’র ফাতেমা যয়নব আহমদ, উম্মাহাতুল মুমিনিন মহিলা মাদরাসা ভাটারা ঢাকার আফিফা আনজুম ও আশরাফুল উলুম উম্মে হাবিবা রা. মহিলা মাদরাসা খুলনা’র রায়হানা। প্রাপ্ত নম্বর ৮৫৫।
৭ম স্থান অধিকার করেছেন, মিফতাহুল জান্নাত মহিলা মাদরাসা মোমেনশাহীর উমামাতুল আহসানা। প্রাপ্ত নম্বর ৮৫০।
৮ম স্থান অধিকার করেছেন, দারুল উলুম মহিলা মাদরাসা যাত্রাবাড়ী ঢাকা’র সুমাইয়া। প্রাপ্ত নম্বর ৮৪৯।
৯ম স্থান অধিকার করেছেন, জামিয়া ইবরাহিমিয়া আমিনিয়া নারায়ণগঞ্জের মুবাশশিরা নাঈমা। প্রাপ্ত নম্বর ৮৪৭।
১০ম স্থান অধিকার করেছেন, জামিয়া উসমানিয়া সাতাইশ মহিলা মাদরাসা টঙ্গী গাজীপুরের ওয়ারদা জাহিন শুয়াইবা। প্রাপ্ত নম্বর ৮৪৬।
দাওরায়ে হাদিসের (মাস্টার্স) ফল প্রকাশ, পাশের হার ৮২.৮৫
ছবি: মালিবাগ জামিয়া শরইয়্যার দাওরায়ে হাদিসের ছাত্রবৃন্দ। সফিউল্লাহ ফুয়াদ