উবায়দুল্লাহ সাআদ: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ আহমদ শফী উন্নত চিকিৎসার জন্যে আগামী শনিবার (২২ জুলাই) ভারতে যাবেন। বৃহস্পতিবার যাওয়ার কথা থাকলেও ফ্লাইট জটিলতায় তা বাতিল হয়।
বৃহস্পতিবার বিকেলে আওয়ার ইসলামের সাথে একান্ত আলাপে আল্লামা আহমদ শফীর ব্যক্তিগত সহকারী মাওলানা হাসান আনহার এ কথা জানান।
জানা যায়, বিকেলে ফ্লাইট উপলক্ষ্যে চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন আল্লামা আহমদ শফী। তবে আবহাওয়া প্রতিকুল থাকায় ফ্লাইটটি বাতিল হয়ে গেলে ২২ জুলাই ফ্লাইটের সিদ্ধান্ত হয়। শুক্রবার হুজুর ঢাকাতেই থাকবেন।
ভারত সফরে আল্লামা আহমদ শফীর সঙ্গে রয়েছেন ছেলে মাওলানা আনাস মাদানী ও ব্যক্তিগত সহকারী মাওলানা শফিউল আলম।
উল্লেখ্য, আল্লামা আহমদ শফী বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন। দীর্ঘ এক মাস ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি থেকে বর্তমানে কিছুটা সুস্থবোধ করছেন। গত ৯ জুলাই হাসপাতাল থেকে রিলিজ হওয়ার পর চট্টগ্রামে ফিরে যান।
হাসপাতাল থেকে রিলিজ পেলেন আল্লামা আহমদ শফী