মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে আটক হয়েছেন বাংলাদেশের মানবাধিকার বিষয়ক সংগঠন অধিকার-এর সম্পাদক আদিলুর রহমান খান। খবর বিবিসি
অধিকার এর একজন পরিচালক নাসির উদ্দিন এলান জানিয়েছেন ভোর সাড়ে চারটার দিকে আদিলুর রহমানকে আটক করে সেখানকার ইমিগ্রেশন পুলিশ।
আদিলুর রহমান মানবাধিকার বিষয়ক একটি কনফারেন্সে যোগ দিতে মালয়েশিয়া গিয়েছিলেন। ২২ জুলাই ঢাকায় ফেরার কথা ছিলো তার।
এ বিষয়ে গণমাধ্যমনে নাসির উদ্দিন এলান বলেন, “ভোর সাড়ে চারটার দিকে আদিলুর রহমানকে আটক করে বিমানবন্দরেই একটি কক্ষে রাখা হয়েছে। খবর পেয়ে কনফারেন্সের আয়োজক ও সেখানকার মানবাধিকার আইনজীবীরা সেখানে যাচ্ছেন”।
এর আগে ২০১৩ সালের আগস্টে তথ্যপ্রযুক্তি আইন (আইসিটি অ্যাক্ট) লঙ্ঘনের অভিযোগে আদিলুর রহমান আটক হয়েছিলেন। সে সময়ের হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর অভিযান নিয়ে অধিকার অসত্য ও তথ্য বিকৃতি ঘটিয়েছিল এ অভিযোগে গ্রেফতার করা হয় তাকে
কাতারের ওপর ১৩ শর্ত বাতিল করে নতুন ৬ শর্ত সৌদির
আরআর