সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

শেষ হলো বাজেট অধিবেশন: আয়কর ঘাটতি পূরণে প্রধানমন্ত্রীর আহবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওযার ইসলাম: শেষ হলো ১৬তম জাতীয় বাজেট অধিবেশন। গতকাল জতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাপনী ভাষণের মধ্য দিয়ে বাজেট অধিবেশন শেষ হয়েছে। এ সমময় সংসদ পরিচালনায় ছিলেন স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।

সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘জনগণের ট্যাক্সের টাকা দিয়ে রাস্তাঘাট তৈরী হবে, মানুষের যাতায়াতের ব্যবস্থা হবে, আমরা বিদ্যুৎ ও ফসল উৎপাদন বাড়াতে পারবো। সবদিক থেকেই মানুষ উপকৃত হবে। এই সামান্য একটু ট্যাক্স দিলেই তিনি অনেক ধরনের সুযোগ-সুবিধা পাবেন। তাতে আমাদের ঘাতটিও পূরণ হবে, দেশও উন্নত হবে।’

বাজেটে সমন্বিত ভ্যাট হ্রাস করার ব্যাপারে প্রধানমনত্রী বলেন, এতে করে ২০ হাজার কোটি টাকার রাজস্ব কম আদায় হবে। তিনি বলেন, এই ঘাটতি পূরণে দেশবাসীকে যথাযথভাবে আয়কর প্রদান করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘ভ্যাট স্থগিত হওয়ার ফলে ২০ হাজার কোটি টাকার মত আমাদের রাজস্ব আয় হ্রাস পাবে। আমরা দেখবো, বাজেটে কোথায় কিভাবে এটা অ্যাডজাষ্ট করা যায় কিনা অথবা দেশবাসীকেও বলবো সকলে যদি আয়কর দেন সেটা কিন্তু তাদেরই উন্নয়নের কাজে লাগবে।’

তিনি বলেন, ২০১৬-১৭ অর্থবছরে সম্পূরক বাজেটে কোন কাটছাঁট করিনি। আমরা দেখতে চেয়েছিলাম কি পরিমাণ টাকা ব্যয় করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারি। আমরা ইতিহাস সৃষ্টি করেছি। সেটা হলো ২০১৬-১৭ অর্থবছরে আসাদের যে উন্নয়ন বাজেট ছিলো প্রায় ১ লাখ ১০ হাজার কোটি টাকা। এই টাকার মধ্যে আমরা ১ লাখ ৭ হাজার কোটি টাকাই উন্নয়ন বাজেটে ব্যয় করতে সক্ষম হয়েছি।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ