আওয়ার ইসলাম : দখলদার রাষ্ট্র ইসরাইল অধিকৃত জেরুজালেমের আল-আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে। ফলে জুমার নামাজ হয় নি সেখানে।
এর পূর্বে ইসরাইলি পুলিশ গুলি করে তিন ফিলিস্তিনিকে হত্যা করে। গোলাগুলির ঘটনার পর ইসরায়েলের পুলিশ আল-আকসা মসজিদ বন্ধ করে দেয়।
স্থানীয় সময় শুক্রবার জেরুজালেমের প্রাচীন শহরে আল-আকসার একটি গেটের কাছে এ ঘটনা ঘটে।
তবে ওই তিন ফিলিস্তিনি বন্দুকধারী আল-আকসা মসজিদের একটি গেটের কাছাকাছি এসে প্রকাশ্যে গুলি ছুঁড়ছিল বলে দাবি করেছে ইসরাইলের পুলিশ।
১ লাখ ফিলিস্তিনিকে জেরুজালেম থেকে বিতাড়নের প্রস্তাব ইসরায়েল গোয়েন্দামন্ত্রীর
পুলিশের দাবি, ওই তিনজন গুলি ছুঁড়ে অপর তিন ব্যক্তিকে আহত করে পালানোর সময় পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে তারা নিহত হয়।
আলজাজিরার জেরুজালেম প্রতিবেদক হ্যারি ফসেট জানান, পুলিশ কর্মকর্তাদের সঙ্গে জেরুজালেমের প্রাচীন শহরের দুং গেট এলাকায় ফিলিস্তিনি বন্দুকধারীদের গোলাগুলি হয়।
ফসেট বলেন, আল-আকসা মসজিদের ব্যবস্থাপকরা জানিয়েছেন, দুই ফিলিস্তিনির মৃতদেহ মসজিদসংলগ্ন প্রাঙ্গণে পড়ে ছিল।
গোলাগুলির এ ঘটনার পর ইসরাইলের পুলিশ আল-আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে। ফলে জুমার দিনের নামাজও অনুষ্ঠিত হচ্ছে না মসজিদটিতে।
সূত্র : আল জাজিরা ও মিডল ইস্ট মনিটর
-এআরকে