সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

সন্ত্রাসী হামলার প্রতিবাদে ইউরোপজুড়ে ইমামদের বাসযাত্রা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইউরোপে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার কারণে মুসলমানের বিরুদ্ধে যে সমালোচনা হচ্ছে তা বন্ধ করতে অভিনব কর্মসূচি হাতে নিয়েছে ইউরোপের মুসলিম কমিউনিটির নেতা ও ইমামগণ। তারা ইউরোপের যেসব স্থানে সন্ত্রাসী আক্রমণ হয়েছে সেখানে সেখানে এক বাসযাত্রার আয়োজন করেছে।

ইমামগণ ফরাসি ভাষাভাষী বিভিন্ন দেশের কয়েকজন ইমাম সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাঁদের অবস্থান জানাতে বাসে করে সন্ত্রাসী হামলার শিকার হওয়া শহরগুলোতে যাচ্ছেন৷ সপ্তাহব্যাপী এই সফরের দ্বিতীয় গন্তব্যস্থল হিসেবে রবিবার বার্লিনে এসেছিলেন তাঁরা৷ জার্মানি ছাড়াও ফ্রান্স ও বেলজিয়ামে যাবেন তাঁরা৷

গত ডিসেম্বরে বার্লিনের ব্রাইটশিডপ্লাটৎস চত্বরে বড়দিনের বাজারে এক বড় ট্রাক হামলায় ১২ জন নিহত হন৷ বার্লিনে আগত বিদেশি ইমামরা রবিবার সেই স্থল পরিদর্শনে যান৷ সেখানে তাঁরা নিহতদের স্মরণে স্থাপিত স্মারকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান৷ বার্লিনের মুসলিম সম্প্রদায়ের কয়েকজন সদস্য সেই সময় উপস্থিত ছিলেন৷

বার্লিন রাজ্যের ‘সিটিজেনস পলিটিক্যাল অ্যাক্টিভিজম’ বিষয়ক সেক্রেটারি সওজান শেবলি ইমামদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন৷ ফিলিস্তিনি বংশোদ্ভূত এই মুসলিম নারীও রবিবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ তিনি বলেন, মুসলিমরা যে শান্তি ও সহাবস্থানের পক্ষে, এই অনুষ্ঠানের মাধ্যমে সেই বক্তব্যের পক্ষে শক্তিশালী বার্তা দেয়া যাচ্ছে৷

ইমামদের নিয়ে এই বাস সফরের উদ্যোক্তা হলেন ফ্রান্সের প্যারিসের উপকণ্ঠে অবস্থিত দোঁসি-র ইমাম হাসেন শালগুমি ও ইহুদি ফরাসি লেখক মারেক হাল্টার৷

ফ্রান্সের ইমামদের সংগঠন ‘মুসলিমস ইমাম’-এর সহ সভাপতি হোচিনে দ্রুইচে সাংবাদিকদের বলেন, উদারপন্থি দৃষ্টিভঙ্গির কারণে তাঁকে ও তাঁর পরিবারকে হুমকি দেয়া হয়েছিল৷

সূত্র : ডয়েচ ভেলে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ