আওয়ার ইসলাম : বাগেরহাটের রামপালে আলোচিত কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে 'আপত্তি প্রত্যাহার' করেছে ইউনেস্কো। একই সঙ্গে বিশ্ব ঝুঁকিপূর্ণ ঐতিহ্যের তালিকায় সুন্দরবনকে অন্তর্ভুক্ত করা থেকে বিরত থাকারও সিদ্ধান্ত নিয়েছে উনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি।
সম্প্রতি পোল্যান্ডের কারাকোতে অনুষ্ঠিত কমিটির ৪১তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ওই সভায় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়।
কমিটির পক্ষ থেকে বলা হয়, সম্ভাব্য দূষণ প্রতিরোধে যে ধরনের উচ্চ প্রযুক্তিগত ব্যবস্থা নেওয়া হয়েছে তার ফলে রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ হলে আশঙ্কার কোনো কারণ নেই। একই সঙ্গে বিশ্ব ঐতিহ্যের অংশ সুন্দরবন রক্ষায় বাংলাদেশ সরকার যে ধরনের কার্যকর পদক্ষেপ নিয়েছে কমিটি তারও প্রশংসা করে।
অর্থনৈতিক উন্নয়ন ও ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে সফল সমন্বিত পদক্ষেপ নেওয়ার জন্য ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরীকেও ধন্যবাদ জানায় কমিটি।
ড. চৌধুরী বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে সুন্দরবন রক্ষায় সরকারের সর্বোত প্রচেষ্টার ব্যাপারে দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।
-এআরকে