আবিদ আনজুম: নারীদের অনেকগুলো শখের মধ্যে কাথা সেলাই একটি। সুইয়ের মাথায় লাল নীল সুতো বেঁধে নকশি কাথা সেলাই করেন তারা। দস্তরখান বা জাইনামাজও বানানো হয়। তবে পুরো কুরআন শরীফ সেলাই করে তৈরি করার ইতিহাস এটাই প্রথম।
শুনে রীতিমতো চমকে উঠার কথা। এও কি সম্ভব! হ্যাঁ যমরদ খাতুন নামের এক নারী এ অসাধ্য সাধন করেছেন। ৩১ বছর বয়সী ওই নারী পাকিস্তানের সিন্ধু প্রদেশের করাচির বাসিন্দা।
আল্লাহর প্রতি ভালোবাসা আর পবিত্র কুরআনের প্রতি আত্মার টান থেকেই তিনি এ দু:সাধ্য কাজে নেমে পড়েন। একসময় শেষ করতে পারবেন কিনা এমনটা মনে হলেও মাঝপথে থেমে যাননি। শেষ করে তবেই কাজে খ্যান্ত দিয়েছেন।
যমরদ খাতুনের দু:সাহসিক এ কাজের সময় লেগেছে ৭ বছর ৬ মাস। এক ধরনের সুতি কাপড়ে এটি তৈরি করেছেন।
আরেকটি বড় ব্যাপার হলো তিনি শুধু কুরআনের মূল টেক্স সেলাই করেননি, নিচে উর্দু তরজমাও দিয়েছেন। পুরো কুরআন শরীফের ওজন হয়েছে ৬৩ কেজি।
পাঠান বংশোদ্ভুত যমরদ খাতুন কুরআন শরিফটি চলতি বছর এপ্রিলে শেষ করেন। কাজটি শেষ করার পর তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেন। এত দীর্ঘ সময় কুরআন তৈরিতে পার হয়ে গেলেও তার ভেতর সেটি নিয়ে কোনো আফসোস নেই। মিডিয়ার সঙ্গে কথোপকথনে এমনটিই জানিয়েছেন তিনি।
ভাই সানাউল্লাহর সঙ্গে যমরদ খাতুন
যমরদ খাতুন জানান, এ কুরআন তৈরির পর তার পরিবার বেশ উচ্ছ্বসিত হয়েছেন। যমরদ খাতুনের প্রশংসাও করেছেন।
সূত্র: ডন উর্দু