বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


ঢাকায় আসছেন মায়নমারের নিরাপত্তা উপদেষ্টা থাউং টুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ রোববার ঢাকায় আসছেন মায়ানমারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা  থাউং টুন। ঢাকায় তিনি রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে আলোচনা করবেন।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর আমন্ত্রণে আজ বিকেলে তিনদিনের সফরে তার ঢাকায় আসার কথা রয়েছে।

সন্ধা ছয়টায় থাউং টুন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বিশেষ বৈঠক করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গেও থাউং টুন এর বৈঠকের কথা রয়েছে।

উল্লেখ্য, প্রায় ৩৪ হাজার নিবন্ধিত রোহিঙ্গা নাগরিক সহ প্রায় ২ লাখ অনিবন্ধিত রোহিঙ্গা নাগরিক বাংলাদেশের বিভিন্ন অস্থায়ী আশ্রয় শিবিরে বসবাস করছে। এছাড়াও ২০১৬ সালে প্রায় ৭৬ হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।

বাংলাদেশ সরকার মায়ানমারের প্রতি বরাবরই তাদের নাগরিকদের সেদেশে ফিরিয়ে নেয়ার আহবান করে আসছে। এরই প্রেক্ষিতে সৃষ্ট সমস্যা সমাধানের লক্ষ্যে আলোচনার জন্য তিন দিনের সফরে বাংলাদেশে  আসছেন মায়ানমারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা  থাউং টুন।

রোহিঙ্গা ইস্যুতে শক্ত অবস্থানে বাংলাদেশ, চাপে মিয়ানমার

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি রাষ্ট্রপতির আহবান

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ