এবি ব্যাংকের অর্থ আত্মসাতের মামলায় বেসরকারি মুঠোফোন অপারেটর সিটিসেলের এমডি মেহবুব চৌধুরীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য এ খবর নিশ্চিত করেছেন।
দুদকের উপপরিচালক শেখ আবদুস সালাম বাদী হয়ে গত বুধবার বনানী থানায় মেহবুব চৌধুরীর বিরুদ্ধে মামলা করেন। শেখ আবদুস সালামের নেতৃত্বে একটি দল শনিবার বিকেলে শ্রীলঙ্কা থেকে দেশে ফেরার পর বিমানবন্দর থেকে মেহবুব চৌধুরীকে আটক করে। মেহবুব চৌধুরীকে বর্তমানে বনানী থানায় রাখা হয়েছে। আগামীকাল তাকে আদালতে উপস্থাপন করা হবে বলে দুদক সূত্র জানিয়েছে।
সিটিসেলের নামে এবি ব্যাংকের ৩৮৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খানসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়। মামলায় মোরশেদ খানের স্ত্রী নাসরিন খানকেও আসামি করা হয়েছে।