কাতার ভিত্তিক আল জাজিরা টেলিভিশন বন্ধ করে দেয়ার দাবি অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে জাতিসংঘ। শুক্রবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার জায়েদ রাদ আল হোসেন বলেছেন, সৌদি আরব ও অন্য তিনটি আরব রাষ্ট্রের দাবি আল জাজিরা টেলিভিশন বন্ধ করে দিতে হবে। তাদের এ দাবি অগ্রহণযোগ্য। এটা মুক্ত মত ও সংবাদ প্রকাশের অধিকারের ওপর আক্রমণ।
জায়েদ রাদ আল হোসেনের মুখপাত্র রুপার্ট কোলভিলে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে বলেছেন, আল জাজিরা টেলিভিশন বন্ধ করে দেয়ার যে দাবি করা হয়েছে কাতারের কাছে তাতে জায়েদ রাদ আল হোসেন ভীষণভাবে উদ্বিগ্ন। আপনি তাদের সম্পাদকীয় অবস্থান পছন্দ করেন বা না করেন, একমত হন বা না হন, আল জাজিরার আরবি ও ইংরেজি চ্যানেলের বৈধতা আছে। বহু লক্ষ দর্শক আছেন এর।
ওদিকে কাতারের অধিকারের প্রতি সম্মান দেখিয়ে উপসাগরীয় অঞ্চলের সঙ্কটের ইতি টানার আহ্বান জানিয়েছে তুরস্ক। অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েফ এরদোগানের সঙ্গে কাতার সঙ্কট নিয়ে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এ ছাড়া সমস্যা নিয়ে তুরস্কের রাজধানী আঙ্কারায় বৈঠক করেছেন কাতারের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন মোহাম্মদ আল আত্তিয়াহ ও তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ফিকরি আইসিক।