আওয়ার ইসলাম : ইরাকের ইসলামিক স্টেট (আইএস) ঘোষিত খেলাফতের অবসান ঘোষণা করেছে ইরাক সরকার। ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আবাদি এ ঘোষণা দেন।
দীর্ঘ আট মাস ধরে চলা লড়াই শেষে স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির মসুলে বিধ্বস্ত গ্র্যান্ড আল-নুরি মসজিদের নিয়ন্ত্রণ নেওয়ার পর এই ঘোষণা দেওয়া হয়।
তিনি বলেন, ‘মসজিদে নুরির নিয়ন্ত্রণ হারানোর মধ্য দিয়ে ইরাকে ইসলামিক স্টেটের স্বঘোষিত খেলাফতের পতন হলো।
এই মসজিদ থেকেই ২০১৪ সালে ইরাক ও সিরিয়ায় খেলাফতের ঘোষণা দিয়েছিল আইএস।
ইরাক সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, আইএসের কিছু সদস্য প্রাচীন শহর মসুলের আশপাশে ঘাপটি মেরে আছে। কিছুদিনের মধ্যেই শহরটি পুরোপুরি আইএসের দখলমুক্ত হবে।
আইএসের কার্যত রাজধানী হিসেবে পরিচিত মসুলের ৮৫০ বছর বয়সী আল-নুরি মসজিদ পুনর্দখলের মধ্য দিয়ে ইরাকি বাহিনীর বড় ধরনের বিজয় হলো।
ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক বক্তব্যে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহইয়া রাসুল বলেন, ‘তাদের (আইএস) কল্পিত রাষ্ট্রের পতন হয়েছে।’
সূত্র : আল জাজিরা