শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

৭ তরুণের ঈদ ছড়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঈদের দিনে
সায়ীদ উসমান

ঈদের দিনে
মনের বীনে
সুখের বাঁশী বাজাই
হৃদয় মেলে
হেসে খেলে
বাড়ির উঠোন সাজাই।

বাড়িজুড়ে
ঘুরে ঘুরে
ফুলের সুবাস ছড়াই
পরস্পরে
সালাম করে
বুকের মাঝে জড়াই।

 

 

চাঁদের হাসি
শামীম খান যুবরাজ

ঐ বাঁকা চাঁদ
এমন করে
হাসছে কেনো?
খুশির প্রদীপ
সাঁঝ আকাশে
ভাসছে যেনো।

চিকন চাঁদের
মধুর বাণী
ধরার বুকে
হাসি হয়ে
ফুটছে দেখো
সবার মুখে।

খুশির ঈদ
হাসান আল মাহমুদ

উঠলো ঈদের চাঁন
বইছে খুশির বান
ঈদের চাঁনে খুশির জোয়ার
ভরাক সকল প্রাণ।

সকল প্রাণে প্রাণে
ঈদের খুশি ছড়িয়ে পড়ুক
ঈদের সুরে তানে।

আসলো ঈদের দিন
বাজলো খুশির বীণ
ঈদের দিনের সাম্য-প্রীতি
থাকুক প্রতিদিন।

থাকুক খুশির ঈদ
দূর হয়ে যাক সমাজ হতে
সকল হিংসা, জিদ।

ঈদের মার্কেট
আল ফাতাহ মামুন

ঈদ এসেছে ঈদ এসেছে
সবাই খুশি ভাই
ঈদের খুশি আমার মনে
এক বিন্দুও নাই।

গিন্নির মার্কেট করতে করতে
মাইনে হল শেষ
শালা-শালি যারা আছে
করবে তারা কেস।

ও দুলা ভাই! ও দুলা ভাই!
মার্কেটে চলেন দেখি
তাদের কথা শোনার পরে
হাসতে হবে মেকি।

 

ঈদ মানে
মিযানুর রহমান জামীল

ঈদ মানে হাসিখুশী সিয়ামের পর
ঈদ মানে মা বাবার সোহাগ আদর।
ঈদ মানে গতিময় অতীতের দিন
ঈদ মানে চেতনায় পুলক রঙ্গিন।

ঈদ মানে পথ চলা অতীতের বুক
ঈদ মানে বেদনার মাঝে কিছু সুখ।
ঈদ মানে কবিতায় ছন্দের তাল
ঈদ মানে মধুময় সকাল-বিকাল।

ঈদ মানে অন্তরে অন্তরে মিল
ঈদ মানে জিদ নয় হৃদে স্বপ্নীল।
ঈদ মানে নীদ ভেঙ্গে হাসি ভরা মন
ঈদ মানে তৃপ্তির বেলা সারাক্ষণ।

ঈদ মানে অনুভবে হৃদয়ের টান
ঈদ মানে প্রাণখোলা হাসি আপ্রাণ।
ঈদ মানে বন্ধন সম্প্রীতি সুর
ঈদ মানে কাছাকাছি নয় বহু দূর।

ঈদের পণ
আমিন মুনশি

একটি মাস রোজার শেষে
ঈদ এসেছে ঈদ
খুশির আমেজ নামলো ধরায়
ভাঙলো সবার নিদ।

ঈদগাহেতে পড়বো নামাজ
করবো কোলাকুলি
সবাই মিলে হাসবো আজি
স্বার্থ যাবো ভুলি।

খোদার দেয়া বিধান মতে
ফূর্তি হবে আজ
বিভেদ ভুলে করবো সবাই
শুভশক্তির কাজ।

ঈদের চাঁদ
মাহমুদুল হক জালীস

আকাশপানে চাঁদের দেখা
সবার মুখে হাসির রেখা
ঈদ এসেছে ঘরে
খুশির বাণী ছড়িয়ে দিবো
গরীব-দুখীর তরে।

নতুন পোষক পরিয়ে দিবো
ছন্নছাড়া ধরে
ঈদ এসেছে ঘরে ।

খোকা-খুকি উঠছে মেতে
ঈদের নামাজ পড়তে যেতে
ময়দানেতে আজ
শের-ওয়ানি আর জুব্বা গায়ে
মাথায় রেখে তাজ।

ঈদের দিনে নতুন জামায়
ধরবে সবে সাজ
ধনী-গরীব এককাতারে
নেই যে কোনো লাজ।

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ