শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

মসজিদের টাকা চুরি করে চিঠি রেখে গেল চোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানের দক্ষিণ পাঞ্জাবের জামিয়া মসজিদ সাদিকুল মদিনা থেকে ৫০ হাজার টাকা ও আযান দেয়ার জন্য ব্যবহৃত মাইকের ব্যাটারি চুরি করেছেন এক চোর।

এখানেই ঘটনার শেষ নয়। চুরি করে চলে যাওয়ার আগে একটা চিরকুটও লিখেছেন তিনি। তাতে যা লেখা আছে, তা পড়লে না ভেবে সিদ্ধান্তে অাসা অনেকটাই কঠিন।

চোর লিখে রেখে গেছেন, চুরির বিষয়ে কারও নাক গলানোর দরকার নেই। বিষয়টা তার এবং অাল্লাহর মধ্যকার ব্যাপার। এ নিয়ে ব্যাপক শোরগোল চলছে সেখানে।

চুরির বিষয়টি নিজের (চোরের) এবং আল্লাহর ব্যাপার জানিয়ে তার খোঁজ না করার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন তিনি। তিনি আরও লিখেছেন, ‘আমি অত্যন্ত গরীব। এর আগে সাহায্য চাওয়ার জন্য এই মসজিদে এসেছিলাম। কিন্তু মসজিদের ইমাম আমাকে তাড়িয়ে দিয়েছিলেন। বাধ্য হয়েই অামি চুরি করেছি।’

তিনি আরও লেখেন, ‘আমি কোনো মানুষের বাড়িতে চুরি করিনি। চুরি করেছি আল্লাহর ঘরে। টাকা নেয়ার বিষয়টি আমাদের মধ্যেকার।’

বিষয়টি জানার পর চোরকে ক্ষমা করে দেয়ার জন্য মসজিদের ইমামের কাছে আবেদন জানিয়েছেন এলাকাবাসী। তবে মসজিদের ইমাম চোরের শাস্তির দাবি তুলে তাকে গ্রেফতারের অনুরোধ জানিয়েছেন। তবে চোরের সাহায্য চাওয়ার বিষয়টি তিনি গোপন রেখেছেন।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ