কলম্বিয়ায় পর্যটক বোঝাই লঞ্চ ডুবে ৯ জনের মৃত্যু। এখনও নিখোঁজ ২৮ জন।
দেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্র মেডেলিন থেকে ৬৮ কিলোমিটার পূর্বে গুয়ান্তাপে অবস্থিত পেনোল জলাধারটি। মাছ ধরতে এবং জেট স্কি করতে সেখানে ভিড় জমান পর্যটকরা। রবিবার বিকেলেও তার অন্যথা হয়নি।
কলম্বিয়ায় সোমবারও ছুটি থাকে। যে কারণে রোববার সেখানে হাজির হন বহু মানুষ। ১৭০ যাত্রী নিয়ে রওনা দেয় চারতলার ‘এল আলমিরান্তে’ লঞ্চটি। এত সংখ্যক যাত্রী তোলাতেই বিপত্তি বাঁধে। জলাধারের মাঝখানে পোঁছেই কাত হয়ে যায় লঞ্চটি। নীচের দুই তলাত ভড়ে ঠাসা ছিল। বিপদ টের পেয়ে ওপর তলার দিকে ছুট লাগান তাঁরা। কিন্তু মাত্র কয়েক মিনিটের মধ্যেই লঞ্চটি ডুবে যায়। ঘটনার সময় জলাধারটিতকে অনেক ছোট ছোট নৌকা এবং জেট স্কি ছিল।
তাই উদ্ধারকাজ শুরু করতে বিশেষ দেরি হয়নি। মোট ৯৯ জনকে উদ্ধার করা হয়। সাঁতরে প্রাণে বাঁচেন ৪০ জন। ৯টি মৃতদেহ উদ্ধার করা গিয়েছে। তবে এখনও নিখোঁজ ২৮ জন। পরিস্থির দিকে নজর রেখেছেন দেশের প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল।
ক্ষতিগ্রস্তদের সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।